কয়েকদিন আগে Motorola ভারতে লঞ্চ করেছিল তাদের ফিচার-প্যাকড স্মার্টফোন Moto G86 Power 5G। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। গতকাল থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসটির বিক্রি শুরু হয়েছে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা আকর্ষণীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। মোটোরোলার এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ডলবি অ্যাটমস সাউন্ড ও Sony LYTIA-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর।
Moto G86 Power 5G-এর দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। কিন্তু প্রথম সেলে ব্যাঙ্ক অফার সহ ফোনটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এরজন্য HDFC ও SBI ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ৫% ক্যাশব্যাক পাবেন। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে।
Moto G86 Power 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটো জি৮৬ পাওয়ার ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ১.৫কে পিওএলইডি ডিসপ্লে, যা ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০-মেগাপিক্সেল Sony LYTIA-600 সেন্সর ও ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।
পারফরম্যান্সের জন্য Moto G86 Power 5G হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর দেওয়া হয়েছে। এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। কোম্পানি এতে ২ বছর পর্যন্ত ওএস আপডেট ও চার বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ দেবে বলে আশ্বাস দিয়েছে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস ও হাই-রেস অডিও সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত। ফোনটি IP68/IP69 রেটিং ও মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.