Moto X70 Air Pro ফোনের ফিচার ফাঁস করলো TENAA সার্টিফিকেশন সাইট

Motorola খুব শীঘ্রই চীনে নতুন স্মার্টফোন Moto X70 Air Pro লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ফোনটি TENAA সার্টিফিকেশন ডাটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির সমস্ত হার্ডওয়্যার স্পেসিফিকেশন সামনে এসেছে। কোম্পানিটি ইতিমধ্যেই ফোনটির স্লিম ডিজাইন ও পেরিস্কোপ ক্যামেরা নিয়ে কয়েকটি টিজার শেয়ার করেছে। আশা করা হচ্ছে, এই মাসের শেষের দিকে চীনে এর উপর থেকে পর্দা সরানো হবে। আর আন্তর্জাতিক বাজারে মডেলটি Motorola Signature বা Motorola Edge 70 Ultra নামে পাওয়া যেতে পারে।
টেনার লিস্টিং থেকে জানা গেছে, Moto X70 Air Pro মডেলে থাকবে ৬.৭৮ ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে (1264×2780 পিক্সেল)। ফোনটি সম্ভবত অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড থাকবে ৩.৮ গিগাহার্টজ। এটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর হতে পারে। যদিও মনে করা হচ্ছিল যে Pro মডেলে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৫ চিপসেট ব্যবহার করা হতে পারে।
Geekbench থেকে এর আগে সামনে এসেছিল যে, এই ফোনে থাকবে এড্রেনো ৮২৯ জিপিইউ সহ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। এটি ৮ জিবি র্যাম, ১২ জিবি র্যাম এবং ১৬ জিবি র্যাম বিকল্পে পাওয়া যেতে পারে। আর এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য Moto X70 Air Pro ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর থাকবে, যার মধ্যে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স হতে পারে যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল শুটার উপস্থিত থাকবে। আর Motorola ইতিমধ্যেই ফোনটির AI-চালিত ইমেজিং ফিচারগুলি টিজার করতে শুরু করে দিয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৫,১০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে 2G, 3G, 4G ও 5G নেটওয়ার্ক, ব্লুটুথ এবং USB পাওয়া যাবে।
বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এছাড়া থাকবে গ্র্যাভিটি সেন্সর, প্রোক্সিমিটি সেন্সর ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।

