Moto X70 Air: পাতলা ফোনের দুনিয়ায় পা রাখলো Motorola, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ সেরা ফিচার

৩১ অক্টোবর চীনে লঞ্চের আগে মোটোরোলা গতকাল তাদের নতুন Moto X70 Air স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। এই নতুন আল্ট্রা-স্লিম হ্যান্ডসেটটির মাধ্যমে লেনোভো এর সাব-ব্র্যান্ডটি Apple, Honor, Samsung এবং Tecno এর মতো কোম্পানিগুলির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামলো। Moto X70 Air হ্যান্ডসেটটি ৬ মিলিমিটারের বেশি স্লিম। এতে কোয়ালকম ৭ জেন ৪ চিপসেট এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Moto X70 Air কে গ্লোবাল মার্কেটে Motorola Edge 70 নামে রিব্র্যান্ড করা হবে।
Moto X70 Air এর লভ্যতা
বর্তমানে Moto X70 Air চীনের লেনোভো ওয়েবসাইটে দাম ছাড়াই তালিকাভুক্ত রয়েছে। এটিকে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে কেনা যাবে। ফোনটি গ্যাজেট গ্রে, লিলি প্যাড এবং ব্রোঞ্জ গ্রিন – এই তিনটি আকর্ষণীয় প্যানটোন স্বীকৃত শেডে পাওয়া যাবে। Moto X70 Air আগামী ৩১ অক্টোবর চীনে লঞ্চ হবে। তবে ডিভাইসটি Motorola Edge 70 নামে ইউরোপীয় বাজারে আগামী ৫ নভেম্বর উন্মোচিত হবে।
Moto X70 Air এর স্পেসিফিকেশন
মোটো এক্স৭০ এয়ার ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চির ১.৫কে (১,২২০ x ২,৭১২ পিক্সেল) পোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪,৫০০ নিট। এটি একটি এসজিএস (SGS) আই কেয়ার প্রোটেকশন সহ প্যান্টোন-ভ্যালিডেটেড প্যানেল। পারফরম্যান্সের জন্য Moto X70 Air মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ যুক্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।
Moto X70 Air হ্যান্ডসেটে তাপ নিয়ন্ত্রণের জন্য ৩ডি ভ্যাপার চেম্বার এবং গ্রাফিক্স-নির্ভর কাজ পরিচালনার জন্য অ্যাড্রেনো জিপিইউ রয়েছে বলে দাবি করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য, Moto X70 Air এসেছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে, যার মধ্যে অবস্থান করছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি স্যামসাং সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
মোটোরোলা জানিয়েছে যে, ডিভাইসে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৮ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Moto X70 Air এর পরিমাপ ১৫৯.৮৭ x ৭৪.২৮ x ৫.৯৯ মিলিমিটার এবং এর ওজন ১৫৯ গ্রাম। আর এতে আইপি৬৮ + আইপি ৬৯ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং রয়েছে।