মোবাইল

সুখবর, এবার অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ফিচার Motorola Edge 50 Neo ফোনে, এল নতুন আপডেট

Published on:

Motorola edge 50 neo receiving Android 15 update in india whats new

মোটোরোলা এজ ৫০ প্রো এর পরে, Motorola Edge 50 Neo এর ভারতীয় ব্যবহারকারীদের জন্য এল নতুন অ্যান্ড্রয়েড ১৫ আপডেট। এই আপডেট ফোনে দুর্দান্ত গ্রাফিক্স, অ্যানিমেশন এবং নতুন ইউজার ইন্টারফেস অফার করবে। উল্লেখ্য, মোটোরোলা এজ ৫০ নিও কোম্পানির প্রথম ফোন যেখানে মোটোরোলা ৫ বছর ধরে ওএস আপডেট দেবে।

Motorola Edge 50 Neo ডিভাইসে আসা অ্যান্ড্রয়েড ১৫ আপডেট সম্পর্কে রেডিটে একটি পোস্টে জানানো হয়েছে যে, নতুন এই আপডেটের সাইজ প্রায় ১.৬৩ জিবি। অর্থাৎ, এই আপডেটের জন্য আপনার ফোনে প্রায় ২ জিবি স্টোরেজ থাকা প্রয়োজন। এই আপডেটে ডিসেম্বরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে। আপডেটটির ফার্মওয়্যার ভার্সন V1UI35H.11-39-5।

WhatsApp Community Join Now

Motorola Edge 50 Neo ফোনে আপডেটের পর কি কি পরিবর্তন দেখা যাবে

নতুন আপডেটের পরে, মোটোরোলা এজ ৫০ নিও ইউজাররা স্মুথ গ্রাফিক্স, অ্যাপ্লিকেশন দ্রুত খোলা এবং মুহূর্তে ভাষা পরিবর্তন সহ অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। আপডেটের পর ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের সময় নোটিফিকেশন মারফত সতর্ক করা হবে।

মোটোরোলা এজ ৫০ নিও এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ নিও ডিভাইসে ৬.৪ ইঞ্চি পিওলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি LYT700C প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল ৩এক্স টেলিফটো শ্যুটার। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন