২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন চাই? তাহলে সেরা বিকল্প হতে পারে Motorola Edge 50 Neo। এই ফোনটি দেখতে প্রিমিয়াম। আর এতে আছে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৪৩১০ এমএএইচ ব্যাটারি। আর যেটা সবচেয়ে ভালো খবর হল, এখন অ্যামাজনে Motorola Edge 50 Neo ফোনটি কেনা যাচ্ছে দারুণ অফারে।
মোটোরোলা এজ ৫০ নিও এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল ২৩,৯৯৯ টাকা। তবে এখন Amazon India-তে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯০ টাকায়। আবার নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে, যার অর্থ হচ্ছে আপনি চাইলে এটি ২০,৯৯০ টাকায় পেয়ে যেতে পারেন।
এছাড়াও অ্যামাজন মোটোরোলা এজ ৫০ নিও এর সাথে ক্যাশব্যাক দিচ্ছে প্রায় ৬৫৯ টাকা পর্যন্ত। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে আপনি আরও কিছুটা ছাড় পেতে পারেন।তবে সেটা আপনার পুরনো ফোনের অবস্থা আর ব্র্যান্ডের ওপর নির্ভর করবে।
মোটোরোলা এজ ৫০ নিও ডিভাইসে আছে ৬.৪ ইঞ্চি ১.৫কে pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত। স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে বাঁচাতে থাকছে গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 Neo স্মার্টফোনে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি IP68 রেটিং প্রাপ্ত, যা জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে। ডিভাইসটি মিলিটারি-গ্রেড সেফটি (MIL-STD 810H) এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.