OnePlus 15T এর সাথে বাজারে আসছে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট OnePlus Pad 3 Mini

চলতি বছরের অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে OnePlus 15। আর বছরের শেষে আসতে পারে OnePlus Ace 6 সিরিজের পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন। যদিও এখানেই থেমে থাকছে না ওয়ানপ্লাস। সামনের বছর কোম্পানিটি নিয়ে আসবে OnePlus 15T, যেটি 13T মডেলের উত্তরসূরি হবে। তবে শুধু এই স্মার্টফোনটি নয়, এর সাথে লঞ্চ হতে পারে কম্প্যাক্ট ডিজাইনের ট্যাবলেট। না এটা আমাদের মন গড়া কথা নয়, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ এমনটাই দাবি করেছেন।
OnePlus 15T এর সাথে আসবে ট্যাবলেট
টিপস্টার একটি উইবো পোস্টে জানিয়েছেন যে, 15T-এর সঙ্গে OnePlus প্রথমবার ছোট সাইজের একটি ট্যাবলেট আনবে। যদিও তিনি ডিভাইসটির নাম বলতে পারেননি, কিন্তু যেভাবে “Ouga Group” (যার মধ্যে Oppo, Realme ও OnePlus রয়েছে) নিয়ে কথা বলেছেন, তাতে মনে হচ্ছে এই কমপ্যাক্ট ট্যাবলেটের নাম রাখা হতে পারে OnePlus Pad 3 Mini।
OnePlus Pad 3 Mini তে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
টিপস্টারের মতে, এই ওয়ানপ্লাস ট্যাবে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এলিট ২ চিপসেট। আপাতত এই নতুন ট্যাবলেটের প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের প্রথমার্ধেই এই ট্যাবলেট ও OnePlus 15T একসঙ্গে লঞ্চ হতে পারে।
OnePlus 15T এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আসন্ন এই ওয়ানপ্লাস স্মার্টফোনে ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। আর সেখানে অপটিক্যাল নয়, পাওয়া যাবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফটোগ্রাফির জন্য দেওয়া হবে প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৭০০০ এমএএইচ ব্যাটারি।
তবে শুধু ওয়ানপ্লাস নয়, অন্যান্য ব্র্যান্ডও এখনও বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ স্মার্টফোনের উপর কাজ করছে। চলতি বছরের শেষের দিকে আসতে চলা Xiaomi 16 সিরিজ ও Vivo X300 সিরিজেও শক্তিশালী ব্যাটারি থাকবে।