মোবাইল

৭০০০ টাকা দাম কমলো Motorola-র লোহার মতো ফোনের, পড়েও ভাঙবে না, জল লাগলেও নষ্ট হবে না

Published on:

Motorola Edge 50 with military grade certification water resistant price cut rs 7000 32mp selfie camera

Motorola Military Grade Phone at Discount: আজকাল আমরা ফোন হাতে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, যেকারণে অল্প ধাক্কা বা অসাবধানতায় ডিভাইসটি নীচে পড়ে ভেঙে যায় বা জলে পড়ে নষ্ট হয়ে যায়। এমত পরিস্থিতিতে আমাদের উচিত মিলিটারি গ্রেডের স্মার্টফোন কেনার। আর Motorola-র ফোনগুলি এক্ষেত্রে দুর্দান্ত। এই প্রতিবেদনে আমরা সংস্থার একটি হ্যান্ডসেটের বিষয়ে বলবো, যার নাম Motorola Edge 50। এটি শকপ্রুফ এবং জল বা ধুলো দ্বারা ক্ষতিগ্রস্থ হবে না।

Motorola Edge 50 ডিভাইসের সাথে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে

মোটোরোলা এজ ৫০ এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৭,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। লঞ্চের সময় এই মডেলটির ভারতে দাম রাখা হয়েছিল ২৭৯৯৯ টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে এটি ২১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

উপরন্তু, এর সাথে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা আপনি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেতে পারেন। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ডিভাইসটি কিনতে পারবেন ২০,৯৯৯ টাকায়। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ১৮,৯৯৯ টাকা পর্যন্ত পেতে পারেন।

Motorola Edge 50 এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এই প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট TurboPower চার্জিং সাপোর্ট করে। এই প্রযুক্তি ডিভাইসকে মাত্র ১৫ মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেয়। এর সামনে ৬.৭ ইঞ্চি সুপার এইচডি পোলেড কার্ভড ডিসপ্লে আছে যার পিক ব্রাইটনেস ১,৯০০ নিটস এবং এই ডিসপ্লে এইচডিআর১০+ সাপোর্ট করে।

এই ফোনে স্মার্ট ওয়াটার টাচ প্রযুক্তিও উপস্থিত, যা ভেজা হাতেও ডিভাইসটি ব্যবহার করার সুবিধা দেয়। ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ ৫০ হ্যান্ডসেটে এআই-সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony-LYTIA 700c প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।