সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Motorola Edge 60 ও Edge 60s একসঙ্গে এন্ট্রি নিচ্ছে?

বাজারে নতুন স্মার্টফোন আনতে চলেছে মোটোরোলা। ইতিমধ্যেই তারা ভারতে Edge 60 Stylus এবং Edge 60 Fusion নামে দুটি ফোন লঞ্চ করেছে। এবার কোম্পানিটি Motorola Edge 60 এর উপর থেকে পর্দা সরাতে চলেছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। টিপস্টার ও বিভিন্ন সার্টিফিকেশন সাইটের দৌলতে ডিভাইসটির ডিজাইন এবং বিশেষ বিশেষ ফিচার আগেই ফাঁস হয়েছে। আজ আবার HDR10+ সার্টিফিকেশন সাইটে Motorola Edge 60 এবং Motorola Edge 60s ফোন দুটিকে খুঁজে পাওয়া গেছে। আসুন এখান থেকে এদের সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Motorola Edge 60 সম্ভবত ভারতে এবং অন্যান্য বাজারে লঞ্চ হবে। তবে Motorola Edge 60s কেবল চীনের বাজারে পাওয়া যায় যাবে। যদিও HDR10+ সার্টিফিকেশন সাইটে ফোনগুলির নাম ছাড়া কোনো স্পেসিফিকেশন উল্লেখ নেই।
Motorola Edge 60 এর সম্ভাব্য ফিচার
এর আগে জানা গিয়েছিল মোটোরোলা এজ ৬০ ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হবে। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কোম্পানির নিজস্ব Hello UI কাস্টম স্কিনে চলবে। এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০ ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি MIL-STD 810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ আসতে পারে, ফলে বিল্ড কোয়ালিটি হবে চমৎকার। এর সামনে দেখা যেতে পারে ৬.৭ ইঞ্চি ১.৫কে (২৭১২x১২২০ পিক্সেল) রেজোলিউশনের pOLED কার্ভড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
উল্লেখ্য, মোটোরোলা চলতি সপ্তাহে ২৪ এপ্রিল একটি ইভেন্টের আয়োজন করছে। এই ইভেন্টে Motorola Edge 60 Pro এবং Razr 60 Ultra লঞ্চ করার কথা থাকলেও, শোনা যাচ্ছে কেবল Motorola Edge 60 এর উপর থেকে পর্দা সরানো হবে।