মোটোরোলার নতুন মিড-রেঞ্জ ফোন Motorola Edge 60 Fusion ভারতে আজ লঞ্চ হল। এই স্মার্টফোনে অনেক চমৎকার ফিচার রয়েছে। এতে পাওয়া যাবে কোয়াড-কার্ভড AMOLED প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, এলপিডিডিআর৪এক্স র্যাম, AI ফিচার এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। Motorola Edge 60 Fusion দাম, স্পেসিফিকেশন এবং ফিচার জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ ৬০ ফিউশন এর দাম শুরু হয়েছে ২২,৯৯৯ টাকা থেকে। এটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা।
মোটোরোলা এজ ৬০ ফিউশন এর প্রথম সেল ৯ এপ্রিল দুপুর ১২টায় ফ্লিপকার্ট থেকে শুরু হবে। প্রথম সেলে ফোনটি ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে কেনা যাবে। এর পরে এটি ২০,৯৯৯ টাকায় কেনা যাবে।
ডিসপ্লে: মোটোরোলা এজ ৬০ ফিউশন মডেলে ৬.৭ ইঞ্চি pOLED 1.5K কার্ভড ডিসপ্লে আছে যা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিসপ্লের উপরে গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার উপস্থিত।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা: মোটোরোলা এজ ৬০ ফিউশন ডিভাইসের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরার সাথে ৫০ মেগাপিক্সেল সনি LYTIA 700C প্রাইমারি ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি এবং চার্জিং: নতুন মোটো ফোনে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টসহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
সফটওয়্যার: এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Hello UI কাস্টম স্কিনে চলে। স্মার্টফোনটি তিনটি ওএস আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবে।
অন্যান্য ফিচার: Motorola Edge 60 Fusion ধুলো এবং জল প্রতিরোধ করার জন্য IP68 + IP69 রেটিং সহ এসেছে। এতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, মোটো AI, স্মার্ট ওয়াটার টাচ ৩.০, ডলবি অ্যাটমস এবং মোটো AI ফিচার উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.