Xiaomi 17 Ultra আসছে স্যাটেলাইট কানেক্টিভিটির সাথে, নেটওয়ার্ক ছাড়াই হবে কলিং পরিষেবা

চীনে Xiaomi 17 সিরিজটি লঞ্চ হতে না হতেই Xiaomi 17 Ultra সম্পর্কিত নানান তথ্য অনালাইনে ফাঁস হতে শুরু করেছে। শাওমির লেটেস্ট লাইনআপে বর্তমানে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকলেও, সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে ব্র্যান্ডটি Xiaomi 17 Ultra নামে আরও একটি ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ডিভাইসটি রেডিও সার্টিফিকেশন থেকে অনুমোদন পেয়েছে। আজ আবার Xiaomi 17 Ultra-এর কানেক্টিভিটি ফিচারগুলি সর্ম্পকে বিশদ তথ্য প্রকাশ্যে এসেছে। Xiaomi 15 Ultra-এর উত্তরসূরিটি আগামী বছরের প্রথম দিকেই বাজারে পা রাখতে পারে।

Xiaomi 17 Ultra এর কানেক্টিভিটি ফিচার (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো পোস্টে দাবি করেছেন যে, 25128PNA1C মডেল নম্বর সহ Xiaomi 17 Ultra ফোনটিকে চীনের একটি রেগুলেটরি ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি স্যাটেলাইট কল এবং মেসেজগুলির জন্য টিয়ানটং-১ এবং বেইডৌ কানেক্টিভিটি প্রদান করবে বলে জানা গেছে। লিস্টিংটিতে আল্ট্রা-ওয়াইডব্যান্ড এর সাপোর্ট থাকবে বলেও উল্লেখ করা হয়েছে, যা হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজতে এবং স্মার্ট ট্যাগগুলি ট্র্যাক করার জন্য কার্যকর।

প্রসঙ্গত, 25128PNA1C মডেল নম্বরটি সেপ্টেম্বরের শুরুতে দেখা 2512BPNDAG এবং 2512BPNDAI মডেল নম্বরগুলির থেকে আলাদা। ফলে মনে করা হচ্ছে যে এই নির্দিষ্ট মডেলটি স্যাটেলাইট সংযোগ সাপোর্ট সহ একটি চীন ভিত্তিক লিমিটেড এডিশন হতে পারে, অথবা কোম্পানি Xiaomi 17 Ultra এর দুটি ভ্যারিয়েন্ট প্রকাশ করতে পারে।

Xiaomi 17 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্মের তালিকায় স্পষ্টভাবে স্পেসিফিকেশন উল্লেখ না থাকলেও, আগের রিপোর্ট অনুসারে Xiaomi 17 Ultra কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিট সহ আসবে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে। এছাড়া ক্যামেরা সেটআপে আরও তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।

শাওমি সম্ভবত আগামী জানুয়ারিতে Xiaomi 17 Ultra-এর ওপর থেকে পর্দা সরাবে। শোনা যাচ্ছে যে, এতে ২কে রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চির এলটিপিও (LTPO) ডিসপ্লে থাকবে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। এই হ্যান্ডসেটে ৩ডি-প্রিন্টেড টাইটানিয়াম অ্যালয় মিডল ফ্রেম দেখা যেতে পারে।

এছাড়াও মনে করা হচ্ছে যে, Xiaomi 17 Ultra এর ব্যাটারি ক্ষমতা ৭,০০০ এমএএইচ থেকে ৭,৫০০ এমএএইচ-এর মধ্যে থাকতে পারে। এই ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই শাওমি ফ্ল্যাগশিপটি Xiaomi 15 Ultra এর উত্তরসূরি হিসেবে বাজারে পা রাখতে চলেছে। শাওমি গত মাসে চীনে Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে। এগুলি HyperOS 3 অপারেটিং সিস্টেম এবং Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চলে। তিনটি মডেলেই ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।