Motorola Edge 60 Fusion শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সংস্থার তরফে এখনও ফোনটির সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি একটি নতুন রিপোর্টে এর সম্ভাব্য লঞ্চের তারিখ এবং এর স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চলবে। Motorola Edge 60 Fusion গত বছরের মোটোরোলা এজ ৫০ ফিউশনের উত্তরসূরি হিসাবে আসবে। লঞ্চের পর ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে। এতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
Motorola Edge 60 Fusion এর লঞ্চের তারিখ
টিপস্টার অভিষেক যাদব (@yabhishekhd) মোটোরোলা এজ ৬০ ফিউশন এর ভারতে লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে। টিপস্টার জানিয়েছেন, ফোনটি ভারতে ২ এপ্রিল লঞ্চ হবে এবং এর প্রথম সেল ৯ এপ্রিল থেকে শুরু হবে।
Motorola Edge 60 Fusion এর দাম
মোটোরোলা এজ ৬০ ফিউশন এর ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৩৫০ ইউরো (প্রায় ৩৩,১০০ টাকা)। ডিভাইসটির ভারতীয় বাজারে দাম ২৫,০০০ টাকার কম রাখা হতে পারে। এজ ৬০ ফিউশনের রেন্ডার থেকে জানা যাচ্ছে যে এটি নীল, গোলাপী এবং বেগুনি রঙে আসতে পারে।
Motorola Edge 60 Fusion এর ফিচার (ফাঁস)
মোটোরোলা এজ ৬০ ফিউশন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে বলে জানা গেছে। ক্যামেরার ক্ষেত্রে, এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা মডিউল দেখা যেতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে।
আর সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে মোটোরোলা এজ ৬০ ফিউশন ডিভাইসে। এটি ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৯ রেটিং এবং MIL-STD-810 এর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ আসতে পারে। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা আছে।