Vodafone Idea-র লাখ লাখ গ্রাহকদের জন্য সুখবর, আনলিমিটেড কল ও ডেটা সহ পাবেন SMS

Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য সুখবর। আরও তিনটি সার্কেলে পাওয়া যাবে ‘Non-Stop Hero’ আনলিমিটেড প্রিপেইড প্ল্যানের সুবিধা। এবার থেকে মুম্বাই, মহারাষ্ট্র ও গোয়ার গ্রাহকদের জন্যেও এই স্পেশাল অফার চালু করা হয়েছে। এতদিন এই প্ল্যানগুলি নির্দিষ্ট কিছু সার্কেলে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন Vi সমস্ত সার্কেলে এই সুবিধা চালু করছে। ফলে বহু নতুন গ্রাহক 5G আনলিমিটেড ডেটা, কলিং আর প্রতিদিন ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেন।

Vodafone Idea মুম্বাই সার্কেলে লঞ্চ করল নন স্টপ হিরো প্ল্যান

মুম্বাইয়ে চালু হওয়া Vi এর নন স্টপ হিরো প্ল্যানগুলোর দাম রাখা হয়েছে ৪৫০ টাকা, ৭৯০ টাকা ও ১১৮০ টাকা। ৪৫০ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য আনলিমিটেড ডেটা, ফ্রি কল আর প্রতিদিন ১০০টি এসএমএস পাবেন। আর ৭৯০ টাকার প্ল্যানে ৫৬ দিন ধরে রোজ ১০১টি এসএমএস মিলবে। আর সবচেয়ে দামি ১১৮০ টাকার প্ল্যানে আগের সমস্ত আনলিমিটেড পরিষেবা উপভোগ করা যাবে। এর ভ্যালিডিটি ৮৪ দিন।

Vi এর মহারাষ্ট্র ও গোয়ার নন স্টপ হিরো প্ল্যান

মহারাষ্ট্র ও গোয়ায় ভোডাফোন আইডিয়ার নন স্টপ হিরো প্ল্যানের দাম আরও কম রাখা হয়েছে। এগুলির দাম রাখা হয়েছে ৩৯৮, ৬৯৮ এবং ১০৪৮ টাকা। এখানেও একই ডেটা, কলিং ও এসএমএস বেনিফিট দেওয়া হবে।

Vi এর নন স্টপ হিরো প্ল্যান প্রথম চালু হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। শুরুতে মাত্র ৯টি সার্কেলের গ্রাহকরা প্ল্যানগুলি রিচার্জ করার সুবিধা পাচ্ছিলেন। তবে ধীরে ধীরে আরও অনেক রাজ্যে এই স্পেশাল অফার ছড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়ার নির্বাচিত কিছু নন স্টপ হিরো প্ল্যানের সাথে Netflix-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।