ফিচার নিয়ে কথা হবে না, Motorola Edge 60 Neo, Moto G06 ও Moto G06 Power একসাথে লঞ্চ হল

Motorola আজ IFA 2025 ইভেন্টে একঝাঁক স্মার্টফোন লঞ্চ করেছে। এই ডিভাইসগুলি হল Motorola Edge 60 Neo, Moto G06 এবং Moto G06 Power। এরমধ্যে প্রথম মডেলে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Moto AI ফিচার, MIL-STD-810H মিলিটারি সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন। এদিকে, Moto G06 Power হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Moto G06 মডেলে AI চালিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে এবং গুগল জেমিনির সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Motorola Edge 60 Neo, Moto G06 ও Moto G06 Power এর দাম ও কালার অপশন
সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির দাম বা লভ্যতা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। কেবল বলা হয়েছে যে, Motorola Edge 60 Neo প্যান্টোন সার্টিফায়েড ফ্রস্টবাইট, গ্রিসাইল এবং পয়েন্সিয়ানা শেডে পাওয়া যাবে। আর Moto G06 প্যান্টোন অ্যারাবেস্ক, টেপেস্ট্রি এবং টেন্ড্রিল কালারে এসেছে। এদিকে Moto G06 Power মডেলটিকে প্যান্টোন সার্টিফায়েড লয়রেল ওক ও টেপেস্ট্রি কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
Motorola Edge 60 Neo এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটোরোলা এজ ৬০ নিও মডেলে আছে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন সহ ৬.৩৬ ইঞ্চি ১.৫কে (১২০০×২৬৭০পিক্সেল) পিওএলইডি এলটিপিও ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, সর্বোচ্চ ব্রাইটনেস ৩,০০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য Edge 60 Neo মডেলে এফ/১.৮ অ্যাপারচার ও ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি রিয়ার সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Neo ডিভাইসে ৬৮ ওয়াট টার্বো চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার উপস্থিত। আবার সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। শুধু তাই নয়, ডিভাইসটি MIL-STD 810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে।
Moto G06 এবং Moto G06 Power এর স্পেসিফিকেশন ও ফিচার
এদিকে Moto G06 সিরিজের সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস (১৬৪০×৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। এতে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। উভয় হ্যান্ডসেটই অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসর দ্বারা চালিত। এটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিন সহ এসেছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Moto G06 সিরিজে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে।
এদিকে Moto G06 স্মার্টফোনে পাওয়া যাবে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Moto G06 Power মডেলে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনেই ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।