তাক লাগানো Sony ক্যামেরা সহ সমস্ত ফিচার, এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে Motorola Edge 60 Pro

মোটোরোলা শীঘ্রই Edge সিরিজের নতুন ফোন Motorola Edge 60 Pro ভারতে আনতে চলেছে। এটি গত বছরে আসা Edge 50 Pro-এর উত্তরসূরি হবে। সংস্থাটি সম্প্রতি ইনস্টাগ্রামে নিশ্চিত করেছে যে এই ডিভাইসটি ৩০ এপ্রিল, দুপুর ১২টায় ভারতে বাজারে লঞ্চ হবে। পাশাপাশি জানানো হয়েছে যে, এটি Flipkart থেকে কেনা যাবে। আসুন নতুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Motorola Edge 60 Pro
কয়েকদিন আগে মোটোরোলা এজ ৬০ প্রো যুক্তরাজ্যে (UK) লঞ্চ হয়েছে, ফলে এর ফিচারগুলো আমাদের জানা। এতে আছে ৬.৭ ইঞ্চি pOLED ডিসপ্লে, যা ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। ডিভাইসটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে এটি ধাক্কা, ধুলো, জল এবং তাপমাত্রার পরিবর্তন সহজেই সহ্য করতে পারবে।
পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ ৬০ প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। টেলিফটো লেন্সে ৩এক্স অপটিক্যাল জুম ও ৫০এক্স ডিজিটাল সুপার জুম সাপোর্ট করে।
সেলফি ও ভিডিও কলের জন্য Motorola Edge 60 Pro এর সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
দামের কথা বললে, যুক্তরাজ্যে এই ফোনের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬৮,০০০ টাকা। তাই ভারতে এর দাম রাখা হতে পারে প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে।