মোবাইল

এই পাঁচ কারণে ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন Motorola G35 5G

Published on:

Motorola moto g35 5G best smartphone under 10000 for these reasons

বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফিচারের স্মার্টফোনের এখন ছড়াছড়ি। ফলে সেরা ফোনটি বেছে নেওয়া সহজ নয়। তবে আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই। এখানে আমরা আপনার জন্য ১০ হাজার টাকার কমে সেরা একটি ফোনের সন্ধান দিতে চলেছি। আর এই ডিভাইসে 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। আর এই স্মার্টফোনের নাম Motorola G35 5G। এই প্রতিবেদনে আমরা বলবো কেন এই ফোনটি ১০ হাজার টাকার কমে সেরা হবে।

ভেগান লেদার ডিজাইন

মোটোরোলা জি৩৫ ৫জি এর ব্যাক প্যানেলে ভেগান লেদার মতো ডিজাইন রয়েছে এবং এতে আইপি৫২ জল-প্রতিরোধী বিল্ড পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

মোটোরোলা ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফুল HD+ ডিসপ্লে ১০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ উপস্থিত।

দুর্দান্ত পারফরম্যান্স

স্মুথ পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিং অভিজ্ঞতার জন্য, Moto G35 5G ডিভাইসে ইউনিসক টি৭৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, এটি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী চিপসেট।

4K ক্যামেরা সিস্টেম

ক্যামেরা সেটআপের কথা বললে, এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এটি সেগমেন্টের একমাত্র ফোন বলে দাবি করা হয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেল + 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ

ডিভাইসটি ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Motorola G35 5G ফোন কিনুন বিশেষ অফারে

মোটোরোলা স্মার্টফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ক্রেতারা পুরনো ফোন এক্সচেঞ্জ করেও অতিরিক্ত ছাড়ের সুবিধাও নিতে পারবেন। ফোনটি পেয়ারা রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক সহ বেশ কয়েকটি কালারে পাওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন