মোবাইল

এক ধাক্কায় ১৮ হাজার টাকা ছাড়, এই Motorola ফোন এখন সবচেয়ে সস্তায় কেনার সুযোগ

Published on:

Motorola razr 40 Flip phone rs 18000 off during amazon great republic day sale

আপনি কি জনপ্রিয় ব্র্যান্ডের ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোন কিনতে চান তাহলে Motorola Razr 40 কিনতে পারেন। স্মার্টফোনটি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে লঞ্চের সময়ের থেকে ১৮,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এত কম দামে ফ্লিপ ফোন কেনার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আর ফিচারের কথা বললে Motorola Razr 40 ফোনে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি।

Motorola ফ্লিপ ফোনে বাম্পার ডিসকাউন্ট

মোটোরোলা রেজর ৪০ এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এটি ১৮,০০০ টাকা ছাড়ে ৪১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ব্যাঙ্ক কার্ড অফারের সুবিধা নেওয়া যাবে।

WhatsApp Community Join Now

ক্রেতারা এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৭৫০ টাকা ছাড় পেতে পারেন। মোটোরোলা রেজর ৪০ সেজ গ্রিন, সামার লিলাক এবং ভ্যানিলা ক্রিম কালারে পাওয়া যাচ্ছে।

Motorola Razr 40 এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা রেজর ৪০ ফোনে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস POLED প্রধান ডিসপ্লে এবং ১.৫ ইঞ্চি OLED সেকেন্ডারি ডিসপ্লে আছে। প্রাইমারি ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে অটো ফোকাসসহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২০ ডিগ্রি এফওভি সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। পাঞ্চ-হোল ডিসপ্লের মধ্যে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার পাওয়া যাবে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য এতে আইপি৫২ রেটিং রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন