যদি আপনি Motorola ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে বড় সুখবর। গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া মোটোরোলার স্টাইলিশ ফোন, Motorola Razr 50 অ্যামাজন ইন্ডিয়াতে এখন আসল দামের থেকে ২১,৪০৯ টাকা কম মূল্যে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। তবে এই ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়াতে ৪৩,৫৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া এই ফোনের সাথে ২,১৭৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও আরও কম দামে ফোল্ডেবল ডিভাইসটি কেনা যেতে পারে। তবে Razr 50 এর ওপর কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে তা নির্ভর করবে আপনার পুরানো হ্যান্ডসেটের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর।
মোটোরোলা রেজর ৫০ স্মার্টফোনে আছে ৬.৯ ইঞ্চি ফ্লেক্সভিউ ফুল এইচডি+ ডিসপ্লে। এই পিওএলইডি এলটিপিও ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৩০০০ নিট। ফোনের বাইরের ডিসপ্লের সাইজ ৩.৬ ইঞ্চি, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এই পিওএলইডি স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে।
এই মোটোরোলা ফ্লিপ ফোনটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ সহডাইমেনসিটি ৭৩০০এক্স চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Motorola Razr 50 ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সাথে ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৪২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এতে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে।
ফোনটি IPX8 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.