আগামীকাল আসছে Motorola Razr 60 সিরিজ, তার আগেই ফাঁস ছবি সহ একাধিক ফিচার

আগামীকাল অর্থাৎ ২৪ এপ্রিল Motorola Razr 60 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে Razr 60 এবং Razr 60 Ultra। লঞ্চের একদিন আগেই আজ এদের রেন্ডার সামনে এনেছে সংস্থাটি। ফলে এদের ডিজাইন, কালার অপশন ও ফিচার সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Razr 60 মডেলটি ৩.৬ ইঞ্চি OLED কভার ডিসপ্লে এবং ৬.৯ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে সহ আসবে।
কালার অপশন
টিজার অনুযায়ী, মোটোরোলা রেজর ৬০ তিনটি প্যানটোন কালারে পাওয়া যাবে, যথা প্যানটোন জিব্রাল্টার সী, প্যানটোন লাইটেস্ট স্কাই এবং স্প্রিং বাড। প্যানটোন জিব্রাল্টার সী অপশনে “নাইলন অনুপ্রাণিত” টেক্সচার থাকবে। আবার প্যানটোন লাইটেস্ট স্কাই মডেলে অ্যাসিটেট ফিনিশ দেখা যাবে। স্প্রিং বাড মডেলটির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
ফিচার
এর আগে জানা গিয়েছিল মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হবে। আর মোটোরোলা রেজর ৬০ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০এক্স চিপসেট নিয়ে আসবে।
Motorola Razr 60 সিরিজের অন্যান্য ফিচার আগামীকাল ২৪ এপ্রিল জানা যাবে। আগামীকাল Edge 60 এবং Edge 60 Pro মডেল দুটিও কাল লঞ্চের সম্ভাবনা আছে। উভয় মডেলের স্পেসিফিকেশন ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও টিপস্টারদের দৌলতে সামনে এসেছে।