ডুয়েল ডিসপ্লে ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল Motorola Razr 60 ফোন

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Motorola Razr 60 ফোল্ডেবল ফোন। এর দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কম। যারা স্টাইলিশ ও অত্যাধুনিক ফিচারের ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চখন, তাদের জন্য এটি আদর্শ হতে পারে। এই ডিভাইসের মুখ্য আকর্ষণগুলোর মধ্যে আছে ডুয়েল pOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০এক্স প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Motorola Razr 60 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Razr 60 এর ভারতে দাম ও উপলব্ধতা

মোটোরোলা রেজর ৬০ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি ৪ জুন দুপুর ১২টা থেকে Flipkart, Motorola India-এর ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে— জিব্রাল্টার সি (ফ্যাব্রিক ফিনিশ), লাইটেস্ট স্কাই (মার্বেল ফিনিশ), ও স্প্রিং বাড (ভেগান লেদার ফিনিশ)।

Motorola Razr 60 এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা রেজর ৬০ স্মার্টফোনটি ক্ল্যামশেল ফোল্ডেবল ডিজাইন সহ এসেছে। এতে আছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৬৪০ পিক্সেল) pOLED LTPO প্রাইমারি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। অন্যদিকে, ফোনের বাইরের দিকে ৩.৬৩ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশন ১০৫৬×১০৬৬ পিক্সেল এবং এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য নতুন Motorola Razr 60 ডিভাইসে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০এক্স প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই ইন্টারফেসে চলে। ফটোগ্রাফির জন্য এই ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে রয়েছে অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), এফ/১.৭ অ্যাপারচার এবং কোয়াড পিক্সেল প্রযুক্তি। সাথে আছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা সেলফি ও ভিডিও কলের জন্য যথেষ্ট কার্যকর।

ব্যাটারির কথা বললে, মোটোরোলার এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিটি ৩০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এছাড়াও ডিভাইসটি আইপি৪৮ রেটিং সহ এসেছে, ফলে ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।

অন্যান্য ফিচারের কথা বললে, Motorola Razr 60 ফোল্ডেবল স্মার্টফোনে আছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো আধুনিক কানেক্টিভিটি ফিচার। ফোনটির ওজন মাত্র ১৮৮ গ্রাম।