মোবাইল

সস্তায় ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ দুর্দান্ত ফোল্ডেবল ফোন আনছে Motorola

Published on:

Motorola razr 60 spotted 3c certification websites with 33w fast charging support

মোটোরোলা শীঘ্রই নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনছে। এই ডিভাইসের নাম রাখা হতে পারে Motorola Razr+ (2025)/Razr 60। গত কয়েকমাস ধরে ডিভাইসটিকে নিয়ে ইন্টারনেটে চর্চা চলছে। আজ আবার একটি নতুন সার্টিফিকেশন সাইটে Motorola Razr 60 মডেলকে দেখা গেছে। আসুন এখান থেকে ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Motorola Razr 60

দ্য আউটলুকের রিপোর্টে বলা হয়েছে, মোটোরোলার পরবর্তী প্রজন্মের ফ্লিপ ফোন রেজর ৬০ সম্প্রতি চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটে এক্সটি২৫৫৩-২ মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এই মডেলটি রেজর ৬০ সিরিজের বেস মডেল। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনের সাত ৩৩ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবে, যার মডেল নম্বর MC-338L।

উল্লেখ্য, মোটোরোলা রেজর ৫০ ডিভাইসটি ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে লঞ্চ হয়েছিল। অর্থাৎ উত্তরসূরি রেজর ৬০ এর চার্জিং স্পিডে কিছুটা বাড়তে চলেছে। এছাড়া ডিভাইসটি সম্পর্কে আপাতত আর কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটির ফিচার সম্পর্কে ধারণা পেতে আমরা মোটোরোলা রেজর ৫০ এর স্পেসিফিকেশন দেখে নিতে পারি। কারণ উভয় মডেলের মধ্যে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

Motorola Razr 50 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতে মোটোরোলা রেজর ৫০ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৫৪,৯৯৯ টাকা। এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। ক্রেতারা সর্বোচ্চ ৫৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পেতে পারেন। এতে আছে ৩.৬ ইঞ্চি অ্যামোলেড কভার স্ক্রিন এবং ৬.৯ ইঞ্চি প্রাইমারি অ্যামোলেড স্ক্রিন। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য কভার স্ক্রিনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা লেন্স পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি আইপিএক্স 8 রেটিং সহ এসেছে। এতে রয়েছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।