অঙ্কিতা মন্ডল, কলকাতা: মোটোরোলার নতুন ফ্লিপ ফোন Motorola Razr 60 শীঘ্রই বাজারে এন্ট্রি নিতে পারে। যদিও এর লঞ্চ তারিখ এখনও সামনে আসেনি। তবে সম্প্রতি এই ফ্লিপ ফোনকে TENAA সার্টিফিকেশন এর ডেটাবেসে দেখা গেছে। এই লিস্টিং থেকে ডিভাইসটির সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। লিস্টিং অনুযায়ী, Motorola Razr 60 ডিভাইসে ৬.৯ ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ অসাধারণ ফিচার থাকবে।
TENAA লিস্টিং থেকে জানা গেছে, মোটোরোলা রেজর ৬০ ফোনে ১০৫৬ x ১০৫৬ পিক্সেল রেজোলিউশনের ৩.৬৩ ইঞ্চি OLED কভার ডিসপ্লে থাকবে। আবার সামনে ১০৮০ x ২৪৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে দেওয়া হবে। চীনে এই ফোনটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৮ জিবি র্যাম + ১ টিবি। পারফরম্যান্সের জন্য এতে ২.৭৫ গিগাহার্টজ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরের নাম ডাইমেনসিটি ৭৪০০এক্স হতে পারে।
ফটোগ্রাফির জন্য মোটোরোলা রেজর ৬০ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই ক্যামেরায় ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিপোর্টে বলা হয়েছে যে Motorola Razr 60 ফোনে ৪৫০০ এমএএইচ (টাইপিক্যাল ভ্যালু) ব্যাটারি থাকবে। তবে এখন TENAA-র লিস্টিং থেকে সামনে এসেছে যে এতে ১০৯০ এমএএইচ + ৩৮১৫ এমএএইচ এর ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হবে, যা প্রায় ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি অফার করবে। এই ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন এপ্রিল মাসে বাজারে আসতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.