চোখ ফেরানো দায়, Motorola Razr 60 Swarovski Edition এবার ভারতে আসছে

ভারতে আসতে চলেছে প্রিমিয়াম ফ্লিপ ফোন Motorola Razr 60 Swarovski Edition। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিভাইসটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। আর এই স্মার্টফোনের জন্য কোম্পানি “Where innovation meets dazzle” ট্যাগলাইন ব্যবহার করেছে। এখান থেকেই স্পষ্ট যে, আসন্ন মডেলটি কেবল প্রযুক্তির দিক থেকে নয়, ডিজাইনের দিক থেকেও নজর কাড়বে। তবে এই বিশেষ এডিশনের স্পেসিফিকেশন Motorola Razr 60 এর মতোই রাখা হবে।

Motorola Razr 60 Swarovski Edition বিশেষ কালার অপশনে আসবে

আসল Razr 60 মডেলটি প্যানটোন জিব্রাল্টার সি, প্যানটোন স্প্রিং বাড, প্যানটোন লাইটেস্ট স্কাই কালার অপশনে বাজারে এসেছিল। তবে Swarovski Edition একদম নতুন প্যানটোন আইস মেল্ট কালার অপশনে পাওয়া যাবে। এখানে 3D কুইল্টেড প্যাটার্ন এবং লেদার-ফিনিশড ব্যাক প্যানেল দেখা যাবে।

শুধু তাই নয়, Motorola Razr 60 Swarovski Edition এর ব্যাক প্যানেলে আছে ৩৫টি আসল Swarovski ক্রিস্টাল, আর হিঞ্জ অংশে একটি বড় ক্রিস্টাল, যেটি ২৬টি ফেসেটে কাটা। ডিভাইসটি দেখতে ঝলমলে, আর হাতে নিলে আলাদা অনুভূতি দেবে।

Motorola Razr 60 Swarovski Edition এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

৬.৯-ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওএলইডি এলটিপিও প্রাইমারি ডিসপ্লে, সর্বোচ্চ ব্রাইটনেস ৩,০০০ নিট।

৩.৬-ইঞ্চি ফুল এইচডি পিওএলইডি এলটিপিও কভার স্ক্রিন, ১,৭০০ নিট ব্রাইটনেস, গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন

প্রসেসর ও স্টোরেজ

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০এক্স প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

ক্যামেরা

৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা + ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি

৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Motorola Razr 60 Swarovski Edition এর ভারতে দাম

ভারতে Razr 60 ফ্লিপ ফোনটি এখন ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আর Swarovski Edition-এর গ্লোবাল মার্কেটে দাম রাখা হয়েছে ৯৯৯ (প্রায় ৮৭,৫০০ টাকা)। অর্থাৎ ভারতে স্পেশাল এডিশনটি মূল মডেলের থেকে দ্বিগুণ দামে পাওয়া যাবে।