সুমন পাত্র, কলকাতা: প্লাস্টিক বা গ্লাসের নয়, এবার কাঠের তৈরি ব্যাক প্যানেল নিয়ে ফোন লঞ্চ করে চমকে দিতে পারে Motorola। বর্তমানে সংস্থার আসন্ন Razr 60 Ultra ফোল্ডেবল নিয়ে প্রবল চর্চা চলছে। সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, মটোরোলা এই ফোনের একটি কাঠের তৈরি ব্যাক প্যানেলের সংস্করণ প্রকাশ করবে। এই উদ্যোগ তাদের কাঠের ফিনিশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা মনে করিয়ে দেয়। নিঃসন্দেহে, মেটাল বা গ্লাসের কাঠামো থেকে অনেকটাই আলাদা হতে চলছে এটি।
বিখ্যাত টিপস্টার ইভিলকস Razr 60 Ultra-র একটি ৩৬০ ডিগ্রি ভিডিও ফাঁস হয়েছে। এটি একটি ক্লামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন, যার খোলা এবং বন্ধ করা দেখানো হয়েছে। পিছনের দিকে কাঠের তৈরি প্যানেলটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে আসল কাঠের টেক্সচার তুলে ধরলেও, এটি প্রকৃতই কাঠ নাকি তার উচ্চমানের অনুকরণ, সেটা এখন বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, মটোরোলা কাঠের ফিনিশের সাথে অপরিচিত নয়। কোম্পানিটি পূর্বে Moto Maker প্রোগ্রামের মাধ্যমে Moto X স্মার্টফোনের জন্য কাস্টমাইজেবল কাঠের ব্যাক প্যানেল চালু করে হইচই ফেলে দিয়েছিল। এই বৈশিষ্ট্যটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ক্রেতারা ডিভাইসটিতে আনা অনন্য এবং প্রিমিয়াম নান্দনিকতার প্রশংসা করেছিলেন।
আসল কাঠের তৈরি ব্যাক অথবা কাঠের মতো দেখতে স্পেশাল এডিশন লঞ্চ করে বিত্তশালী ক্রেতাদের নিজেদের দিকে টানার লক্ষ্য রাখছে মটোরোলা। এটি প্রিমিয়াম অপশন হিসাবেই বাজারে আসবে। তবে দাম বা লঞ্চ কবে তা এখনও জানা যায়নি। অত্যাধুনিক ফোল্ডেবল প্রযুক্তি এবং ক্লাসিক কাঠের ফিনিশের মিশ্রণের মাধ্যমে, Motorola Razr 60 Ultra- প্রতিযোগিতামূলক বাজারে আলাদা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.