ভারতে আসছে Motorola Signature, কেনা যাবে ফ্লিপকার্ট থেকে

গ্লোবাল মার্কেটে লঞ্চের পর এবার ভারতের বাজারে পা রাখতে চলেছে Motorola Signature স্মার্টফোন। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ডিভাইসের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। আজ Motorola India আনুষ্ঠানিকভাবে ফোনটির ডিজাইনও প্রকাশ্যে এনেছে এবং তারা জানিয়েছে, এটি দ্রুত এদেশে আত্মপ্রকাশ করবে। যেহেতু হ্যান্ডসেটটি আগেই আন্তর্জাতিক বাজারে এসেছে, তাই এর স্পেসিফিকেশন ও দাম নিয়ে বড় কোনো ধোঁয়াশা নেই। তবে ভারতীয় ব্যবহারকারীদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Motorola Signature এর ডিজাইন ও বিল্ড

Motorola Signature ভারতে প্যানটোন মার্টেনি ওলিভ এবং প্যানটোন কার্বন কালার অপশনে আসবে। ফিনিশিংয়ে টুইল ও লিনেনের ছোঁয়া রাখা হবে, যা হাতে নিলে একটু আলাদা অনুভূতি দেবে। এয়ারক্রাফ্ট গ্রেড অ্যালুমিনিয়াম বডি সহ আসবে ফোনটি। এটি মাত্র ৬.৯৯ মিমি পুরু হবে এবং ওজন হবে ১৮৬ গ্রাম।

ক্যামেরা

এই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 828 সেন্সরের সঙ্গে থাকবে বিশ্বের প্রথম ৩.৫ ডিগ্রি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এতে ৮কে ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং, ৩এক্স অপটিক্যাল জুম, ম্যাক্রো মোড এবং মাল্টিস্পেকট্রাল লাইট সেন্সর থাকবে।

এদিকে মোটোরোলা সিগনেচার মডেলের Moto AI ফিচারের মধ্যে পাওয়া যাবে এআই অ্যাকশন শট, অ্যাডাপ্টিভ স্টেবিলাইজেশন ও গ্রুপ শট। এর সাথে ২৪×৭ এক্সক্লুসিভ প্রিভিলেজ সার্ভিস মিলবে। ট্রাভেল, ডাইনিং, ওয়েলনেস থেকে শুরু করে প্রিমিয়াম ক্লাব অ্যাক্সেস, সবকিছুতেই আলাদা সাপোর্ট পাওয়া যাবে।

Motorola Signature এর গ্লোবাল মার্কেটে দাম

আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৯৯.৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ হাজার টাকা। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে এবং সাতটি ওএস আপডেট ও সাত বছরের সিকিউরিটি আপডেট পাবে।

ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যাটারি

ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৬২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ২ প্রোটেকশন দেওয়া হয়েছে। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।