Motorola Signature ফোনে তাক লাগানো ফিচার, রয়েছে ফ্ল্যাগশিপ 50MP ক্যামেরা

কয়েকবছর আগে Razr Fold বাজারে আনার পর এবার Motorola একেবারে নতুন Signature সিরিজের উপর থেকে পর্দা সরালো। এই সিরিজের প্রথম আল্ট্রা–প্রিমিয়াম ফোনটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য বানানো হয়েছে, যারা পারফরম্যান্সের সাথে কোনও আপস করতে চান না। এতে বড় ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট ও নজরকাড়া ডিজাইন পাওয়া যাবে।

বড় ডিসপ্লে সহ এল Motorola Signature

Motorola Signature ফোনে পাওয়া যাবে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও সর্বোচ্চ ৬,২০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।

ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে। সঙ্গে ডলবি ভিশন ও এইচডিআর১০+ সাপোর্ট করবে। এতে প্যানটোন কালার ও স্কিনটোন সার্টিফিকেশন রয়েছে।

ক্যামেরা

Motorola Signature এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই তিনটি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে Sony Lytia 828 সেন্সর, যা ওআইএস ও এফ/১.৪ অ্যাপারচার সাপোর্ট করবে।

আল্ট্রা–ওয়াইড লেন্সটি ১২২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ অফার করে এবং এর মাধ্যমে ম্যাক্রো শটও নেওয়া যাবে। তৃতীয় ক্যামেরাটি হল ৫০ মেগাপিক্সেল Sony Lytia 600 পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সামনে ৫০ মেগাপিক্সেল Sony Lytia 500 সেলফি ক্যামেরা উপস্থিত।

পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্ট

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5X RAM ও ১ টিবি UFS 4.1 স্টোরেজ অপশন সহ এটি পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হল, মোটোরোলা এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে ৭ বছরের ওএস ও সিকিউরিটি আপডেট দেবে।

ব্যাটারি, চার্জিং ও আকর্ষণীয় ডিজাইন

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,২০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটির বডি মাত্র ৬.৯৯ মিমি পুরু, ওজন ১৮৬ গ্রাম। এটি IP68, IP69 রেটিং ও MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে। এতে ডুয়েল বোস টিউনড স্পিকার, ডলবি অ্যাটমোস, ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।