Motorola আজ 7 জানুয়ারী ভারতে Moto G05 লঞ্চ করতে চলেছে। ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ হবে। এই ডিভাইসে আছে স্টাইলিশ, প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন। আবার পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে এবং এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে। আসুন Moto G05 ফোনের সম্ভাব্য দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Moto G05 এর দাম ও কালার (প্রত্যাশিত)
মোটো G05 এর দাম 10,000 থেকে 12,000 টাকার মধ্যে রাখা হতে পারে। এই ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। স্মার্টফোনটি প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন কালার ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে।
Battery worried? Not anymore! The #MotoG05 5200 mAh battery helps you scroll all day for 48 hours straight without needing to charge it. Ready to upgrade for non stop performance?
Launching on 7 Jan @Flipkart | https://t.co/azcEfy1Wlo | leading retail stores. #Motorola #MotoG05— Motorola India (@motorolaindia) January 6, 2025
Moto G05 এর ফিচার এবং স্পেসিফিকেশন
মোটোরোলা G05 ডিভাইসে 6.67 ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে, যা 90Hz রিফ্রেশ রেট ও গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ আসবে। এতে জল ও ধুলাবালি থেকে রক্ষা করতে IP52 রেটিং এবং ওয়াটার টাচ প্রযুক্তি পাওয়া যাবে।
অর্থাৎ ভেজা হাতে ফোনটি অপারেট করা যাবে। এটি সেগমেন্টের প্রথম ডিভাইস হতে পারে যা 1000 নিটস ব্রাইটনেস অফার করবে বলে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত হবে। মোটো G05 স্মার্টফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এবং 2 বছরের সিকিউরিটি আপডেটের সাথে আসবে বলে জানা গেছে। ক্যামেরার কথা বললে, Motorola G05 ফোনে 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম থাকবে। সাউন্ডের জন্য এতে ডুয়েল ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার পাওয়া যাবে।