Nokia ও এইচএমডি গ্লোবালের (HMD Global) এর মধ্যে দীর্ঘদিনের ব্র্যান্ড লাইসেন্সিং চুক্তি এবার শেষ হতে চলেছে। এই চুক্তির কারণে জনপ্রিয় মোবাইল নির্মাতা সংস্থা নোকিয়ার স্মার্টফোন বাজারে নিয়ে আসতো HMD। তবে শীঘ্রই এই লাইসেন্সের মেয়াদ শেষ হতে চলেছে। ইতিমধ্যেই HMD নিজেদের ব্র্যান্ডিং সহ ফিচার ও স্মার্টফোন বাজারে এনেছে। এই ডিভাইসগুলি জনপ্রিয় করার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা, পরিবেশবান্ধবতা আর ফোন সহজে রিপেয়ার করার ওপর।
এইচএমডির সাথে চুক্তির পর থেকে নোকিয়া নিজে আর মোবাইল তৈরি করেনি। বরং তারা নেটওয়ার্ক ইন্সফ্রাস্ট্রাকচার আর সফটওয়্যার ব্যবসায় মনোনিবেশ করেছে। এই কারণে নোকিয়া এখনও ব্র্যান্ড লাইসেন্স দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আর সেখানেই একটা ক্ষীণ আশার আলো দেখতে পাচ্ছেন অনেক পুরোনো নোকিয়া ভক্ত।
সম্প্রতি নোকিয়ার কমিউনিটি ম্যানেজারের একটি মন্তব্য আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসলেএকজন জানতে চান, এইচএমডি এক্সক্লুসিভ পার্টনার না থাকলেও কি নোকিয়া এখনও মোবাইল ব্র্যান্ড লাইসেন্স দেওয়ার কথা ভাবছে? উত্তরে খুব কমিউনিটি ম্যানেজার বলেন, যদি কোনও বড় মোবাইল নির্মাতা সংস্থা আগ্রহী হয়, তাহলে নোকিয়া আলোচনার জন্য প্রস্তুত।
যদিও এই মন্তব্য থেকে এটা বোঝায় না যে, কোনো চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। তবে এটা অন্তত বোঝা যাচ্ছে, ভবিষ্যতে নোকিয়া ফোন আসার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি। আগে মাইক্রোসফট, আর তারপর এইচএমডি চেষ্টা করেছে নকিয়া ব্র্যান্ডকে ফিরিয়ে আনার। এখন প্রশ্ন হচ্ছে, তৃতীয় কোনো সংস্থা কি সত্যিই নোকিয়াকে তার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে পারবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.