স্মার্টফোন ব্র্যান্ডগুলি নতুন ফোন আনার সময় প্রায়শই নানা বড় বড় দাবি করে, তুলনা করে অন্যান্য ফোনের সঙ্গে। ঠিক এমনটাই করে বিপাকে পড়ল Nothing। উল্টে ক্ষমা চাইতে হল কোম্পানিকে। মূলত, বাজারে আসতে চলেছে কোম্পানির নতুন Nothing Phone 3a। এই ফোনের সঙ্গে iPhone 16 Pro Max এর একটি তুলনা পোস্ট করে তারা। একজন ব্যবহারকারী সেই তুলনায় ভুল খুঁজে পান। তারপরই ক্ষমা চাইতে বাধ্য হয় নাথিং।
সম্প্রতি নাথিং একটি তুলনা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে কোম্পানি দাবি করে, আইফোনের তুলনায় তাদের ফোনে ভিডিয়ো স্থিতিশীলতা ভালো। কিন্তু, ব্যবহারকারীরা শীঘ্রই তার মধ্যে ত্রুটি খুঁজে পান এবং বিপাকে পড়ে যায় কোম্পানি। প্রসঙ্গত, ৪ মার্চ লঞ্চ হবে Nothing Phone 3a। এটির দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে – একটি নন-প্রো আর একটি প্রো মডেল।
নাথিংয়ের পোস্টে অনেকেই উল্লেখ করেছেন, এই তুলনায় নাথিং আদতে আইফোনের আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে তোলা ভিডিয়ো ফুটেজ রেকর্ড করেছে। যার ফলে আইফোনের স্থিতিশীলতা খারাপ করে দেখানো হয়েছে এবং নাথিংয়ের ভিডিয়ো ফুটেজ আরও উন্নত মানের করার চেষ্টা করা হয়েছে।
ভিডিয়োর ৫:৫৪ মিনিটে আইফোনে ০.৫x ব্যবহার করে শ্যুট করা হয়েছে। আর নাথিং-এ সাধারণ ১x ব্যবহার করে ভিডিয়ো শ্যুট করা হয়েছে, যা কোনও ভাবেই যুক্তিসঙ্গত নয় বলে দাবি করা হয়েছে। অ্যাপলের ভিডিয়ো কোয়ালিটি অনেক এগিয়ে বলেও দাবি করেছেন বহু ব্যবহারকারী। তারা নাথিংয়ের উদ্দেশ্যে লিখছেন, পরের বার আরও ভালো চেষ্টা করুন। এই ছোট্ট কৌশলটি আপনার জনসংযোগের জন্য ভালো নয়।
এর প্রতিক্রিয়ার ক্ষমা নাথিং। তারা জানিয়েছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করে তৈরি একটি ক্লিপ ভুল করে ভিডিয়ো স্ট্যাবিলাইজেশন তুলনায় ব্যবহার করা হয়েছে। বিভ্রান্ত করার কোনও উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে তুলনায় আরও বেশি যাচাই-বাছাই নিশ্চিত করার জন্য আমরা আরও সতর্ক থাকব।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.