Reliance Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বন্ধ করা হল ২৪৯ টাকার সস্তা প্ল্যান

Reliance Jio গ্রাহকদের জন্য খারাপ খবর। এবার থেকে আর রিচার্জ করা যাবে না ২৪৯ টাকার প্ল্যান। সংস্থাটি এই প্রিপেইড প্ল্যানটি সরিয়ে নিয়েছে। এতদিন এই প্যাকটি “বাজেট-ফ্রেন্ডলি” প্ল্যান নামে পরিচিত ছিল। ২৪৯ টাকায় গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি সহ ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও একটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেত। Jio-র এই সিদ্ধান্তের কারণে সেই সব গ্রাহকরা সমস্যায় পড়বেন, যারা কম খরচে ডেটা, কলিং আর এসএমএস সব অন্যান্য সুবিধা পেতে চাইতেন।
Jio বন্ধ করল ২৪৯ টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর ওয়েবসাইট ও মাই জিও অ্যাপ থেকে ইতিমধ্যেই ২৮ দিনের ভ্যালিডিটি সহ আসা ২৪৯ টাকার প্ল্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। যদিও রোজ ১ জিবি ডেটা ও ২২ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানটি এখনও রিচার্জ করা যাবে।
২৪৯ টাকার প্ল্যানের সুবিধা
Jio-র ২৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহার করা যেত। এখানে আনলিমিটেড কলিং ও প্রত্যহ ১০০ এসএমএস পাওয়া যেত। সাথে মিলত JioTV অ্যাপের সাবস্ক্রিপশন, যেখান থেকে লাইভ চ্যানেল, খেলা ইত্যাদি দেখা যেত।
আমাদের অনুমান, Jio গ্রাহক প্রতি গড় আয় (ARPU) বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-এর নতুন নিয়ম এবং OTT পরিষেবার ক্রমবর্ধমান চাপও এই সিদ্ধান্ত নিতে কোম্পানিকে বাধ্য করতে পারে।
Jio-র ২৪৯ টাকার প্ল্যানের বিকল্প
তবে যারা ২৫০ টাকার কমে রিচার্জ খুঁজছেন, তাদের জন্য বিকল্প হিসেবে ১৯৮ টাকা, ২০৯ টাকা ও ২৩৯ টাকার প্ল্যান আছে। এই তিনটি প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে ১৪, ২২ দিন ও ২২ দিন।