আপনি বেঙ্গালুরুতে থাকেন? নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য আসছে এক দারুণ সুযোগ। জনপ্রিয় টেক ব্র্যান্ড Nothing ভারতে সম্প্রতি Nothing Phone 3 স্মার্টফোন এবং Nothing Headphone 1 নিয়ে এসেছে। ১৫ জুলাই থেকে এই দুটি প্রোডাক্টের সেল শুরু হবে। তবে বেঙ্গালুরুর বাসিন্দাদের জন্য থাকছে এক বিশেষ চমক। শহরের ইউবি সিটি মলে ১২ জুলাই উদ্বোধন হতে চলেছে Nothing-এর প্রথম অফিশিয়াল ইন্ডিয়া স্টোর, আর সেই উপলক্ষে এক এক্সক্লুসিভ অফারের ঘোষণা করেছে কোম্পানিটি।
যারা ওই দিন স্টোর থেকে নাথিং ফোন ৩ কিনবেন, তাদের মধ্যে থেকে প্রথম ১০০ জন পাবেন একদম বিনামূল্যে নাথিং হেডফোন ১, যার দাম প্রায় ২১,৯৯০ টাকা। আজ্ঞে হ্যাঁ! প্রায় ২২ হাজার টাকার হেডফোন একেবারে বিনামূল্যে বাড়ি নিয়ে আসতে পারবেন। তবে অফারটি শুধুমাত্র স্টোর উদ্বোধনের দিনই পাওয়া যাবে এবং স্টক শেষ হয়ে গেলে অফারের লাভ ওঠানো যাবে না।
যদিও কোম্পানি এখনও পরিষ্কার করেনি যে এই অফার পেতে হলে নাথিং ফোন ৩ এর কোন ভ্যারিয়েন্ট কিনতে হবে। আশা করা হচ্ছে, যেকোনো ভ্যারিয়েন্টের সাথে এই সুবিধা পাওয়া যাবে। নাথিং-এর ইউবি সিটি স্টোরের ঠিকানা — ২৪, ভিত্তাল মাল্য রোড, কেজি হাল্লি, ডিসুজা লে-আউট, ইউবি সিটি, আশোক নগর। স্টোর খোলা হবে সন্ধ্যা ৭টায়।
তবে যদি আপনি অফারটি নিশ্চিতভাবে পেতে চান, তাহলে নির্ধারিত সময়ের আগেই পৌঁছনোটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এখনো জানা যায়নি ক্রেতাদের লাইনে দাঁড়াতে হবে নাকি আগে থেকে স্লট বুক করতে হবে। তাই সম্ভাবনা বেশি, এই অফার ‘first come, first serve’ ভিত্তিতে চলবে।
নাথিং ফোন ৩ ডিভাইসটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা, আর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা। কালার অপশন হিসেবে থাকছে ক্লাসি ব্ল্যাক এবং হোয়াইট। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস ৭আই প্রোটেকশন। এতে আছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ও ট্রিপল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, যার মধ্যে OIS যুক্ত প্রাইমারি ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ টেলিফোটো লেন্স, এবং আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট (৫ বছর অ্যান্ড্রয়েড আপডেট ও ৭ বছর সিকিউরিটি আপডেট) সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.