মোবাইল

AI ফিচার সহ মার্চেই বাজারে আসছে Nothing Phone (3), কত দাম থাকবে

Published on:

Nothing phone 3 launch timeline tipped march 2025 expected specifications price

নাথিং সিইও কার্ল পেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Nothing Phone (3) চলতি বছরের মার্চের লঞ্চ হবে। এটি ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের ফোন হবে। টিপস্টার ইভান ব্লাস, পেই এর ইমেল পেয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে এই বছরটি সংস্থার জন্য সবচেয়ে বড় বছর হবে। জানা গেছে Nothing Phone (3) এআই-চালিত প্ল্যাটফর্মের উপর তৈরি সংস্থার প্রথম ফোন।

ব্লাস (@evleaks) কে ইমেলে পেই বলেছেন যে, নাথিং ফোন (৩) সংস্থার সমস্ত কম্পিউটিং ডিভাইসগুলির সাথে ভালোভাবে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি অন্যান্য সংস্থার প্রোডাক্টগুলিও সাপোর্ট করবে। সংস্থার লক্ষ্য ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ করে তোলা

WhatsApp Community Join Now

Nothing Phone (3) এর সম্ভাব্য ফিচার

নার্থিং ফোন (৩) ফোনে ৬.৬৭-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করবে। পেই-এর ইমেল অনুযায়ী, এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ আসবে। ফোনটি নার্থিং ওএস ৩.০ কাস্টম স্কিনে চলবে। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

অ্যাপলের মতো নতুন নাথিং ফোনেও অ্যাকশন বাটন থাকবে বলে আশা করা হচ্ছে, যা ইউজারদের একাধিক শর্টকাট ফিচার ব্যবহার করতে দেবে। উল্লেখ্য, নার্থিং ফোন ১ এর দাম ভারতে ৩২,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল, অন্যদিকে ফোন ২ এর প্রারম্ভিক মডেলের মূল্য ছিল ৪৪,৯৯৯ টাকা। আশা করা যায় নার্থিং ফোন (৩) এর দাম ৫০,০০০ টাকার মধ্যে থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন