ট্রান্সপারেন্ট ডিজাইনের স্মার্টফোনের জন্য জনপ্রিয়, নাথিং তাদের নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর নাম রাখা হবে Nothing Phone 3। যদিও ডিভাইসটি 2024 সালে বাজারে আসার কথা ছিল, তবে সংস্থাটি আরও ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য এআই ফিচারের উপরের কাজ করার সিদ্ধান্ত নেয়। যেকারণে এখনও এটি লঞ্চ হয়নি। যদিও ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে ফোনটি সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এতে অত্যাধুনিক হার্ডওয়্যার, উন্নত সফ্টওয়্যার এবং ইউনিক ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন Nothing Phone 3 মডেলে প্রচুর এআই ফিচার সহ আইফোনের মতো অ্যাকশন বাটন পাওয়া যাবে।
Nothing Phone 3 এর ডিজাইন এবং ডিসপ্লে
নাথিং ফোন 3 স্মার্টফোনে সিগনেচার ট্রান্সপারেন্ট ব্যাক সহ LED লাইট স্ট্রিপ দেখা যাবে বলে জানা গেছে, যা নাথিংয়ের হলমার্ক হয়ে উঠেছে। এই ডিভাইসে 6.67-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হবে।
Nothing Phone 3 এর স্পেসিফিকেশন (ফাঁস)
নাথিং ফোন 3 কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট বা সম্ভবত সম্প্রতি লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 8 এলিট এর সাথে আসবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি 12GB পর্যন্ত LPDDR5 র্যাম ও 512 জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি নার্থিং OS 3.0 কাস্টম স্কিনে চলবে। ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় ব্লটওয়্যার ছাড়াই এটি ক্লিন ইন্টারফেস অফার করবে।
এতে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোন 2 মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ছিল, তবে নাথিং ফোন 3 নতুন টেলিফোটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এতে আইফোন দ্বারা অনুপ্রাণিত একটি কাস্টমাইজেবল অ্যাকশন বাটন দেওয়া হবে।
Nothing Phone 3 এর লঞ্চের সময় এবং দাম
নাথিং ফোন 3 চলতি বছরে 2025 সালের প্রথমার্ধে ভারতে লঞ্চ হবে এবং এর দাম 50,000 টাকার কম রাখা হতে পারে।