মাত্র ৭,৯৯৯ টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi A4 5G স্মার্টফোন, Amazon সেলে ধামাকা অফার

ভারতে Jio, Airtel এবং Vi-এর মতো বড় টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের এখনও আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে এই সুবিধা শুধুমাত্র তারাই পাবেন, যাদের কাছে 5G সমর্থিত স্মার্টফোন রয়েছে। ফলে অনেকেই এখন কম দামে 5G ফোন কিনছে। আপনিও যদি সাশ্রয়ী মূল্যে নতুন 5G ডিভাইস নিতে চান তাহলে Redmi A4 5G নেওয়ার কথা বলবো।

এখন Amazon-এ শুরু হয়েছে Great Summer Sale, যেখানে রয়েছে রেডমির স্মার্টফোনটি আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। এই বাজেট ফ্রেন্ডলি ফোনটি এখন মাত্র ৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়া ক্রেতারা ব্যাঙ্ক অফার, নো-কস্ট EMI এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও নিতে পারবেন। পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৭,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

Redmi A4 5G এর কালার অপশন ও ফিচার

রেডমি এ৪ ৫জি স্ট্যারি ব্ল্যাক এবং স্পার্কল পার্পল কালার অপশনে পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi A4 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।