Nothing চলতি বছরে লঞ্চ করার উদ্দেশ্য নিয়ে তিনটি নতুন স্মার্টফোনের উপর কাজ শুরু করে দিয়েছে। লন্ডন ভিত্তিক সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও, গত বছর থেকেই এই বিষয়ে জল্পনা ছড়িয়েছে। আপকামিং মডেলগুলির মধ্যে প্রথমেই রয়েছে Phone (3)। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ফোন এবং হাই-এন্ড ফিচার্স অফার করবে।
অন্য দুই মডেল হল Phone (3a) ও (3a) Plus। এগুলি যথাক্রমে মিড-রেঞ্জ ও প্রিমিয়াম মিড-রেঞ্জ ক্যাটাগরির জন্য। এখন, এই তিনটি স্মার্টফোনের মধ্যে একটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) এবং ইউএল ডেমকো (UL Demko) সার্টিফিকেশনে হাজির হয়েছে। এটি Nothing Phone (3a) অথবা Phone (3a) Plus-এর মধ্যে একটি বলে অনুমান করা হচ্ছে।
বিআইএস লিস্টিং যথারীতি ফোনটির মডেল নম্বর ও ভারতে লঞ্চের অনুমোদন ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ করেনি। তবে ইউএল ডেমকো-এ দেখা গিয়েছে যে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4920mAh। এটি খুব সম্ভবত রেটেড ক্যাপাসিটি, ফলে সংস্থা ব্যাটারিকে 5000mAh হিসাবে বিজ্ঞাপন করতে পারে।
রিপোর্ট অনুযায়ী, Nothing Phone (3a) সিরিজে বড় আপগ্রেড দেখা যাবে। এতে একটি টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। যেখানে প্লাস মডেলটিতে পেরিস্কোপ টেলিফোটো লেন্স ব্যবহার হতে পারে। এই বৈশিষ্ট্য নাথিংয়ের মিড-রেঞ্জের ফোনের ক্ষেত্রে প্রথমবার হবে। উভয় মডেল eSIM ফিচার সাপোর্টের সঙ্গে আসবে।
এছাড়াও, অসমর্থিত সূত্রের দাবি, এই লাইনআপে মিডিয়াটেকের পরিবর্তে কোয়ালকম প্রসেসর থাকতে চলেছে। Phone (3a) ও (3a) প্লাস উভয় মডেলই Snapdragon 7s Gen 3 চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে, যা আগের জেনারেশনের তুলনায় আরও ভাল এফিশিসন্সি ও পারফরম্যান্স প্রদান করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.