Vivo G3 5G দুর্দান্ত ডিসপ্লে ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

চীনে আজ Vivo G3 5G স্মার্টফোন লঞ্চ হল। এটি Vivo G2-এর উত্তরসূরি হিসেবে এসেছে। ডিভাইসটির দাম শুরু হয়েছে প্রায় ২১,০০০ টাকা থেকে। ফিচারের কথা বললে, এতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Vivo G3 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo G3 5G এর দাম ও প্রাপ্যতা
Vivo G3 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ২১,০০০ টাকা)। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা)।
ভিভো জি৩ ৫জি ফোনটি ডায়মন্ড ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন হুবহু ভিভো ওয়াই৫০ ৫জি এর মতো।
Vivo G3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo G3 Specifications)
ডিসপ্লে ও ডিজাইন
Vivo G3 5G ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইল। এর রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
পারফরম্যান্স ও ব্যাটারি
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য Vivo G3 5G এর পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর সেলফি বা ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
সফটওয়্যার ও অন্যান্য ফিচার
Vivo G3 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি IP64 রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।