আমেরিকার স্মার্টফোন ব্র্যান্ড নাথিংয়ের ফোনগুলি ভারতে ভালো সাড়া পাচ্ছে। এই কারণে সংস্থাটি শীঘ্রই এদেশে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই দুই ডিভাইসের নাম রাখা হবে Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Plus। বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে যে, এই দুটি ফোন ২০২৫ সালের এপ্রিল মাসে বাজারে আসতে চলেছে। তার আগে মডেলগুলি আজ ভারতের BIS সার্টিফিকেশন ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে।
Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Plus পেল BIS সার্টিফিকেশন
নার্থিং ফোন (৩এ) এবং নার্থিং ফোন (৩এ) প্লাস আজ ‘A059’ এবং ‘A059P’ মডেল নম্বর সহ বিআইএস ডেটাবেসে উপস্থিত হয়েছে। যদিও বিআইএস সার্টিফিকেশন সাইট থেকে এদের কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি, তবে সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পাওয়ার অর্থ ডিভাইস দুটি শীঘ্রই লঞ্চ হবে।
Nothing Phone 3 সিরিজের ফিচার
কোম্পানির সিইও কার্ল পেইয়ের শেয়ার করা একটি ভিডিও অনুসারে, নার্থিং ফোন ৩ সিরিজ এআই-চালিত হবে। নাথিং ওএস অপারেটিং সিস্টেমে এআই এমবেড থাকবে। নাথিং ফোন ৩ মডেলে অ্যাকশন বাটন দেওয়া হবে যা আইফোনের অনুরূপ হবে। আশা করা হচ্ছে যে এই বাটনটি কাস্টম শর্টকাট অফার করবে। ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লেও থাকবে।
রিপোর্ট থেকে আরও জানা গেছে যে আসন্ন মডেলটিতে মিড-রেঞ্জ চিপসেট থাকতে পারে, যেমন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস। ফোনটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।