Nothing Phone 3a এবং Nothing Phone 3a Pro অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। উভয় স্মার্টফোন Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং Android 15-ভিত্তিক NothingOS 3.1 কাস্টম স্কিনে রান করে। প্রতিটি ফোনে IP64 ওয়াটার রেজিট্যান্স ও ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। Pro মডেলটি তার অভিনব ডিজাইনের কারণে নজর কেড়েছে। নাথিং নতুন ফোন দুটির সিগনেচার গ্লাইফ ইন্টারফেস আপডেট করেছে, যার মধ্যে ২৬টি স্বতন্ত্র কাস্টমাইজেবল জোনের পাশাপাশি নতুন রিংটোন ও নোটিফিকেশন সাউন্ড রয়েছে।
নাথিং ফোন ৩এ ও ফোন ৩এ প্রো ৬.৭ ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে এসেছে, যা ফুল-এইচডি+ (১০৮০x২৩৯২ পিক্সেল) ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, গেমিং মোডে ১০০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও ৩০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস ১,৩০০ নিট অফার করে। ফোন দুটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
দুই ফোনই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩.১ কাস্টম স্কিনে চলে। এগুলিতে তিন বছরের সিস্টেম আপগ্রেডের পাশাপাশি চার বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য, নাথিং ফোন ৩এ মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং ১/১.৫৭ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা, ২x অপটিক্যাল, ৪x ইন-সেন্সর এবং ৩০x ডিজিটাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। সামনের ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।
অন্যদিকে, নাথিং ফোন ৩এ প্রো মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৩x অপটিক্যাল, ৬x ইন-সেন্সর এবং ৬০x ডিজিটাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। এটির সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। উভয় ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটার এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং মিলবে। ১৯ মিনিটে ৫০ শতাংশ ও ৫৬ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।
ভারতে Nothing Phone 3a এর দাম ২২,৯৯৯ টাকা থেকে শুরু, যা ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের মূল্য।আর ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। এটি কালো, নীল এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। অন্যদিকে Phone 3a Pro উপলব্ধ ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ও ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে। এদের দাম যথাক্রমে ২৭,৯৯৯ টাকা, ২৯,৯৯৯ টাকা, ও ৩১,৯৯৯ টাকা। মনে রাখবেন, এই দাম ব্যাঙ্কের অফার ধরে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলটির সেল যথাক্রমে ১১ মার্চ ও ১৫ মার্চ থেকে শুরু হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.