Nothing Phone 3a সিরিজ দুটি মডেলের সঙ্গে ৪ই মার্চ ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। এই লাইনআপে Phone 3a ও Phone 3a Pro আসার কথা রয়েছে। বাজারে পা রাখার আগে নাথিং-এর দুই নতুন ফোনকে ঘিরে সর্বত্র আলোচনা চলছে। অফিসিয়াল লঞ্চের পূর্বেই এখন Nothing Phone 3a সিরিজের দাম ফাঁস হয়ে গিয়েছে। প্রাইস সঠিক হলে সবচেয়ে দামি নন-ফ্ল্যাগশিপ স্মার্টফোন হয়ে উঠবে এটি।
Nothing Phone 3a সিরিজের দাম ফাঁস হল
ফ্রান্সের ডিলল্যাবস ইউরোপীয় অঞ্চলে নাথিং ফোন ৩এ সিরিজের দাম ফাঁস করেছে। বেস ফোন ৩এ মডেলটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম হবে যথাক্রমে ৩৪৯ ইউরো এবং ৩৯৯ ইউরো (প্রায় ৩৬,০০০ টাকা)। ফোনটি সাদা ও কালো রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
অন্যদিকে, ইউরোপে নাথিং ফোন ৩এ প্রো ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনও উপলব্ধ হবে। দাম হবে ৪৭৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৪৩,০০০ টাকার সমান। এই দাম যদি নির্ভুল প্রমাণিত হয়, তাহলে এখনও পর্যন্ত সবচেয়ে দামি নন-ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তকমা পাবে। ডিভাইসটি ব্ল্যাক ও গ্রে কালার অপশনে উপলব্ধ হবে। ভারতে ফোনগুলির দাম ৩০,০০০ টাকার কাছাকাছি থাকার সম্ভাবনা।
Nothing Phone 3a সিরিজের স্পেসিফিকেশন
নাথিং ফোন ৩এ এবং ৩এ প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং জল ও ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৪ রেটিং অফার করবে। উভয় মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে।
বেস মডেলে ২x জুম সহ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে, প্রো মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ৩x অপটিক্যাল জুম এবং ৬০x হাইব্রিড জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে যা ৫০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।