মোবাইল

Nothing আনছে ডুয়েল রিয়ার ক্যামেরা ও ট্রান্সপারেন্ট ডিজাইনের দুর্দান্ত স্মার্টফোন

Published on:

nothing-teased-dual-rear-camera-transparent-design-smartphone-launch soon

Nothing তাদের স্মার্টফোন পোর্টফোলিও দ্রুত বাড়িয়ে চলেছে। রিপোর্ট অনুযায়ী Nothing Phone 2 এর পর আগামী মাসে সংস্থাটি বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ করতে চলেছে। সেইমতো আজ নাথিং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আসন্ন প্রোডাক্টের টিজার প্রকাশ করেছে, যা সম্ভবত তাদের পরবর্তী স্মার্টফোন হতে পারে। টিজার দেখে মনে হচ্ছে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যাবে।

এক্স-এ একটি পোস্টে, নাথিং বেশ কয়েকটি ডিজাইন স্কেচ শেয়ার করেছে, যেগুলি দেখতে স্মার্টফোনের মতো, এতে “ডাব্লুআইপি” লেখা রয়েছে, যার অর্থ কাজ চলছে। প্রথম স্কেচটি আংশিকভাবে একটি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ ফোনকে দেখিয়েছে।

WhatsApp Community Join Now

আরেকটি স্কেচ নাথিং ফোন 2a মডেলের মতো ক্যামেরা ইউনিট দেখিয়েছে। তবে এতে পুরো রিয়ার প্যানেল দেখা যায়নি। তাই ফোনটি কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেস পাবে কিনা তা এখন বলা সম্ভব নয়।

প্রসঙ্গত নাথিং-এর সিইও কার্ল পেই এর একটি ইমেইল সম্প্রতি ফাঁস হয়েছে। যেখানে ২০২৫ সালে নাথিংয়ের পরিকল্পনার কথা উল্লেখ আছে। যেখান বলা হয়েছে এবছর Nothing Phone 3 লঞ্চ হবে। Nothing Phone 2-এর উত্তরসূরি হিসাবে আসতে চলা এই ডিভাইসটি বছরের প্রথম কোয়ার্টারে বাজারে পা রাখতে চলেছে। এতে এআই ফিচার থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন