২০২৫ সালের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। তবে প্রথম সারির পরিচিত কোনও সংস্থা নয়, এটি লঞ্চ করল নুবিয়া। জাপানে ডিভাইসটি হাজির হয়েছে। Nubia Flip 2 নামের নতুন মডেলটি সংস্থার দ্বিতীয় ফোল্ডেবল হ্যান্ডসেট। ফার্স্ট জেনারেশন মডেলটি গত বছর এপ্রিলে রিলিজ হয়েছিল। আর এটির উত্তরসূরী মডেলে একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে।
নুবিয়া ফ্লিপ ২-এর পিছনে একটি ৩ ইঞ্চির কভার ডিসপ্লে যুক্ত হয়েছে। ফলে ফোনের ভাঁজ না খুলেই বেশি ব্যবহৃত অ্যাপ এবং নোটিফিকেশন অ্যাক্সেস করা যাবে। প্রাইমারি স্ক্রিনটি একটি ৬.৯ ইঞ্চি ওলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য উপরে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
অন্যদিকে, Nubia Flip 2-এর পিছনে মিলবে ডুয়াল ক্যামেরা সিস্টেম। প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের এবং অন্যটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি চলবে ডাইমেনসিটি ডি৭৩০০এক্স প্রসেসরে। এটি ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। নুবিয়া এই ফ্লিপ-ফোল্ড ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারি রেখেছে। ফাস্ট চার্জারের মাধ্যমে এটি ৫৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
নুবিয়া ফ্লিপ ২ এর দাম জাপানে ৬৪,০৮০ ইয়েন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫,৩০০ টাকার সমান। অর্থাৎ ফোনটি মধ্যবিত্তের বাজেটের কথা ভেবে আনা হয়েছে। ভারতের বাজারে অবশ্য নুবিয়ার এই ফোনের লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব কম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.