সঙ্গীত প্রেমীদের জন্য নুবিয়া নিয়ে এল ইউনিক ফোন, Nubia Music 2। এটি 2024 সালে বাজারে আসা নুবিয়া মিউজিকের উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। আপাতত মালয়েশিয়ায় নতুন এই স্মার্টফোন লঞ্চ হয়েছে। এতে 2.1-চ্যানেল অডিও সিস্টেম উপস্থিত, যেখানে তিনটি ফুল রেঞ্জ স্পিকার পাওয়া যাবে। সংস্থাটি দাবি করেছে যে এটি 95 ডিবি পর্যন্ত সাউন্ড অফার করে। আবার Nubia Music 2 ফোনে ডিটিএস: এক্স আল্ট্রা এবং হেড-ট্র্যাকড স্প্যাশিয়াল অডিও সাপোর্ট করবে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5000mAh ব্যাটারি।
নুবিয়া মিউজিক 2 ফোনটি মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে, এর 4 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 389 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 7,400 টাকা)। ফোনটি মেলোডি ওয়েভ এবং পপ আর্ট ফিনিশ সহ এসেছে।
নুবিয়া মিউজিক 2 স্মার্টফোনে আছে 6.7 ইঞ্চি এইচডি প্লাস (720×1600 পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং এর আসপেক্ট রেশিও 20:9। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T7200 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ইউনিসক T606 চিপসেটের একটি রিব্র্যান্ড ভার্সন। এতে রয়েছে 4 জিবি র্যাম, যা ভার্চুয়াল র্যামের সাহায্যে 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি 128 জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। অফিসিয়াল লিস্টিংয়ে দাবি করা হয়েছে যে এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য, নুবিয়া মিউজিক 2 ফোনে এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যেখানে এআই-সমর্থিত সেকেন্ডারি ক্যামেরা সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এতে প্রচুর এআই ফটো এডিটিং টুল দেওয়া হয়েছে। এটি একটি কোলাপসিবল ডায়নামিক আইল্যান্ড-এর মতো লাইভ আইল্যান্ড 2.0 ফিচারও অফার করবে যা নোটিফিকেশন সহ বিভিন্ন তথ্য দেখাবে।
এই স্মার্টফোনে 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়েল ফোরজি ভোল্টি, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ 5.2, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য, এতে ফেস আনলকের সাথে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.