16 জিবি পর্যন্ত র্যাম সহ পাওয়ারফুল প্রসেসর, Nubia RedMagic 10 Air গেমিং পারফরম্যান্স সহ লঞ্চ হল

নুবিয়া তাদের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন RedMagic 10 Air আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। ফিচার হিসেবে এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Nubia RedMagic 10 Air এর দাম
নুবিয়া রেডম্যাজিক ১০ এয়ার এর টুইলাইট ও হেইলস্টোন কালার অপশন ও ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৪৯ ডলার (প্রায় ৪৬,০০০ টাকা) আর ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯ ডলার (প্রায় ৫৯,৯০০ টাকা)। এদের বিক্রি ৭ই মে থেকে বিক্রি শুরু হবে। ডিভাইসটির ফ্লেয়ার কালার মডেলের দাম একই থাকলেও, আগামী জুন মাস থেকে এর বিক্রি শুরু হবে।
Nubia RedMagic 10 Air এর স্পেসিফিকেশন ও ফিচার
নুবিয়া রেডম্যাজিক ১০ এয়ার স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক রেডম্যাজিক ওএস ১০ কাস্টম স্কিনে চলে। এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪৮০x১১১৬ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য নুবিয়া রেডম্যাজিক ১০ এয়ার ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা।