নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition লঞ্চ করতে চলেছে। এই লিমিটেড এডিশন মূলত পেশাদার ফটোগ্রাফার ও মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য আনা হচ্ছে। নুবিয়ার তরফে ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচার ইতিমধ্যেই সামনে আনা হয়েছে। আসুন Nubia Z70S Ultra Photographer Edition সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক।
আসন্ন নুবিয়া ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হবে এর ইমেজিং কিট। চলতি মাসের শুরুতে ফোনটির ইমেজিং কিটের ছবি অনলাইনে ফাঁস হয়। জানা গেছে, এতে থাকবে ৪০০ মিমি টেলিফোটো লেন্স, ক্যামেরার মতো অপারেটিং কনসোল, শাটার বাটন, ডায়াল, এবং এক্সপ্যান্ডেবল অপটিক্যাল কিট। মোবাইল ফটোগ্রাফিকে আরও পেশাদার করতে এতে সহজেই বাইরের লেন্স যুক্ত করা যাবে।
নুবিয়া আরও জানিয়েছে, Nubia Z70S Ultra Photographer Edition-এ থাকবে পঞ্চম প্রজন্মের ৩৫ মিমি প্রাইমারি লেন্স। এই লেন্সটি Xiaomi 15 Ultra-এর এক ইঞ্চি প্রাইমারি সেন্সরের মতো হবে। এই লেন্সের ব্যাস আগের চেয়ে অনেক বড় হবে।এই স্মার্টফোনে ৫০এক্স পর্যন্ত জুম করার সুবিধা থাকতে পারে। অর্থাৎ এটি সুপার-টেলিফোটো সেন্সর সহ আসতে পারে।
জানা গেছে, Nubia Z70S Ultra Photographer Edition-এর মডেল নম্বর হবে NX737J। ফোনটি সম্প্রতি MIIT থেকে ছাড়পত্র পেয়েছে। এর ডিজাইন অনেকটাই Nubia Z70 Ultra-এর মতো হবে। তাই আমাদের অনুমান এর ডিসপ্লে ও অন্যান্য স্পেসিফিকেশনও Z70 Ultra-এর মতোই হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.