Nubia Z80 Ultra আন্ডার ডিসপ্লে ক্যামেরা ও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

ZTE শীঘ্রই বাজারে আনতে চলেছে Nubia Z80 Ultra স্মার্টফোনটি। এই ফ্ল্যাগশিপ ফোনে সদ্য লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। কোম্পানিটি এর ফোনের একটি ক্যামেরার স্যাম্পলও শেয়ার করেছে, যেটা দেখায় যে ফোনটি ১/১.৫৫ ইঞ্চি সেন্সর সহ আসবে। এছাড়া Nubia Z80 Ultra মডেলে ১৪৪ হার্টজি রিফ্রেশ রেট এবং ৩৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ফুল ডিসপ্লে থাকবে। Nubia Z80 Ultra গত বছর লঞ্চ হওয়া Nubia Z70 Ultra‌ এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে।

Nubia Z80 Ultra ফোনের লঞ্চের সময় ও স্পেসিফিকেশন

জেডটিই মোবাইল ডিভাইসের প্রেসিডেন্ট নি ফেই নিশ্চিত করছেন যে অক্টোবরে চীনে লঞ্চ হবে Nubia Z80 Ultra। এটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটের সাথে আসবে। নি ফেই সোশ্যাল মিডিয়ায় Nubia Z80 Ultra‌ এর একটি ক্যামেরার স্যাম্পলও শেয়ার করে নিশ্চিত করেছেন যে, এতে এফ/১.৮ অ্যাপারচার সহ ১/১.৫৫ ইঞ্চির সেন্সর এবং ‘সেভেন-এলিমেন্ট লেন্স সেটআপ’ (চীনা ভাষা থেকে অনূদিত) থাকবে।

আর পূর্বসূরি মডেলের মতো Nubia Z80 Ultra হ্যান্ডসেটে কোনও নচ বা পাঞ্চ-হোল কাটআউট ছাড়াই ফুল-স্ক্রিন ডিসপ্লে থাকবে, যা ইঙ্গিত দেয় যে এতে আবারও আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ডিসপ্লেটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৩,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অফার করবে।

গত বুধবার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ মোবাইল প্রসেসরটি বার্ষিক স্ন্যাপড্রাগন টেক সামিট চলাকালীন লঞ্চ করা হয়। এটি ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি। প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের তুলনায় ২০ শতাংশ উন্নত পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হচ্ছে।

নুবিয়া ছাড়াও,‌‌ iQOO, OnePlus এবং Realme নিশ্চিত করেছে যে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলি স্ন্যাপড্রাগন চিপসেট সহ আসবে। শাওমির নতুন Xiaomi 17 সিরিজে ইতিমধ্যেই কোয়ালকমের নতুন চিপটি ব্যবহার করা হয়েছে।

Nubia Z70 Ultra এর ফিচার

আসন্ন Nubia Z80 Ultra স্মার্টফোনটি গত বছরের Nubia Z70 Ultra‌ এর থেকে আপগ্রেড ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে। এতে ছিল স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ, ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,১৫০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি ৬.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছিল, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ছিল। চীনে Nubia Z70 Ultra-এর ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৭০০ টাকা)।