Nubia Z80 Ultra এই মাসেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

সুপরিচিত টেক ব্র্যান্ড Nubia সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত গেমিং ফোন, Red Magic 11 Pro সিরিজটি আগামী ১৭ অক্টোবর চীনে লঞ্চ করবে। আজ আবার ব্র্যান্ডটি বলেছে যে তাদের পরবর্তী ফটোগ্রাফি-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ, Nubia Z80 Ultra মডেলটি আগামী ২২ অক্টোবর চীনে পা রাখবে। এছাড়া কোম্পানির তরফে হ্যান্ডসেটটির স্লিক ডিজাইনও প্রথমবারের জন্য প্রকাশ্যে আনা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে চলেছে নুবিয়ার আসন্ন ডিভাইসটি।

প্রকাশ্যে এল Nubia Z80 Ultra মডেলের ডিজাইন এবং কালার অপশন

Nubia Z80 Ultra ফোনটিও ব্র্যান্ডের ট্রু ফুল-স্ক্রিন ডিজাইনের ঐতিহ্য অব্যাহত রাখছে, অর্থাৎ এতেও থাকছে একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা, যা ডিসপ্লেটিকে সম্পূর্ণরূপে নচ-ফ্রি করে তুলবে। ফোনের ফ্রন্ট প্যানেলে আল্ট্রা-স্লিম বেজেল সহ মিনিমাল ডিজাইন দেখা যাবে। ডিভাইসটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ফ্যান্টম ব্ল্যাক, গ্লেসিয়াল হোয়াইট এবং স্টারি কালেক্টরস এডিশন।

Nubia Z80 Ultra এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে NX741J মডেল নম্বর সহ একটি নুবিয়া ডিভাইসকে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সাথে দেখা গেছে। মনে করা হচ্ছে যে, এটি আসন্ন Nubia Z80 Ultra হতে পারে। বেঞ্চমার্ক সাইটের লিস্টিংটি আরও প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য, Nubia Z80 Ultra মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের ৩৫ মিমি প্রাইমারি লেন্স, ১/১.৫৫ ইঞ্চির আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে। আল্ট্রা-ওয়াইড সেন্সরটি এফ/১.৮ অ্যাপারচার এবং ১ মাইক্রোমিটার (μm) পিক্সেল অফার করবে, যার দ্বারা উন্নত এজ ডিস্টর্টশন কন্ট্রোল মিলবে।

Nubia Z80 Ultra-এর সামনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ ১৪৪ হার্টজের ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) স্ক্রিন পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি বিশাল ৭,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ৩সি (3C) সার্টিফিকেশন অনুসারে এতে ৯৪.৫ ওয়াটের চার্জার থাকবে।