ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে এই ধরনের অত্যাধুনিক স্মার্টফোন সস্তায় কেনার জন্য শুধু সঠিক সময়ের দরকার। কোন প্রেক্ষিতে এমন কথা বলছি? ভাবতে পারেন, যে ফোন ৬৪,৯৯৯ টাকায় ভারতে এসেছিল, এখন সেটারই দাম কমে ৫১,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ১৩,০০০ টাকা ডিসকাউন্ট। এটা কিন্তু ব্যাঙ্কের অফার বা ক্রেডিট কার্ড ছাড়াই। আর অফার ধরলে আরও সস্তা। আমরা কথা বলছি OnePlus 12 মডেলটির সম্পর্কে। আমাজনে এটি সবথেকে কম দামে কেনা যাচ্ছে। ফলে সাধ্যের মধ্যে এর থেকে ভাল বিকল্প আর পাবেন না।
বর্তমানে ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ আমাজনে ৫১,৯৯৮ টাকায় লিস্টেড আছে, যেখানে গত বছর লঞ্চের সময় দাম ছিল ৬৪,৯৯৯ টাকা। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৬,০০০ টাকা ছাড় পাবেন। ফলে মাত্র ৪৫,৯৯৮ টাকায় কিনতে পারবেন এই ফোন। অর্থাৎ প্রায় ১৯,০০০ টাকা ছাড়।
ওয়ানপ্লাস ১২ এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজের একটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট আছে, যা ৬৯,৯৯৯ টাকায় ভারতে এসেছিল। কিন্তু এখন ১৩,০০০ টাকা দাম কমে আমাজন ই-কমার্স প্ল্যাটফর্মে ৫৬,৯৯৮ টাকায় তালিকাভুক্ত রয়েছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৬,০০০ টাকা ছাড় পাবেন। ফলে মাত্র ৫০,৯৯৮ টাকায় কিনতে পারবেন এই ফোন। অর্থাৎ এখানেও প্রায় ১৯,০০০ টাকা ডিসকাউন্ট।
ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনে ডলবি ভিশন, ১২০ হার্টজ, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ সাপোর্ট সহ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ, ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫৪৪০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জ, ও আইপি৬৫ ওয়াটার রেজিট্যান্স রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.