৬০০০ টাকা দাম কমলো OnePlus 12 এর, লঞ্চের পর সবচেয়ে সস্তায় বিক্রি হচ্ছে

গত বছর বাজারে আসে OnePlus 12। দুর্দান্ত স্পেসিফিকেশনের জন্য এটি ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়। বর্তমানে Amazon India-তে এই ফোনের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। ফোনটির আসল দাম ৫১,৯৯৮ টাকা হলেও, সীমিত সময়ের জন্য এই ডিভাইসটি ৬,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। এরজন্য HDFC অথবা SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এই অফারটি ৩১ মে পর্যন্ত পাওয়া যাবে।

শুধু তাই নয়, অ্যামাজন OnePlus 12 এর সাথে ১,৫৫৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দিচ্ছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। যেখানে পুরনো ফোনের পরিবর্তে সর্বোচ্চ ৪৫,৬৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরানো ডিভাইসের ব্র্যান্ড, অবস্থা এবং এক্সচেঞ্জ পলিসির উপর।

আরও পড়ুন: সস্তায় 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A5x 5G, রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি

OnePlus 12-এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১২ ডিভাইসে রয়েছে ৬.৮২ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২।

আরও পড়ুন: শাওমির নতুন যুগের সূচনা, সেরা ক্যামেরা ও নিজস্ব চিপসেট সহ লঞ্চ হল Xiaomi 15S Pro

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে যার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যুক্ত। ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১২ এর পিছনের তিনটি ক্যামেরা উপস্থিত, যেগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রেও OnePlus 12 আপনাকে নিরাশ করবে না। এতে রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র ২৬ মিনিটেই ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এর সাথে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। অডিওর জন্য এতে স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

আরও পড়ুন: