OnePlus 12 এখন 6000 টাকা ডিসকাউন্টে, রয়েছে 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার

ওয়ানপ্লাস বরাবরই প্রিমিয়াম ফোন লঞ্চ করে। যেকারণে সবাই ইচ্ছা করলেই এই কোম্পানির স্মার্টফোন কিনতে পারে না। তবে মাঝেমাঝে কোম্পানিটি তাদের ডিভাইসের দাম কমায়। এখান যেমন জনপ্রিয় OnePlus 12 মডেলটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। ফলে আপনি কিছুটা সাশ্রয়ী মূল্যে এটি নিজের করতে পারবেন। 5G কানেক্টিভিটি সহ এই ফোনে রয়েছে পাওয়ারফুল Snapdragon প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
OnePlus 12 এর দাম ও অফার
OnePlus 12 এই মুহূর্তে ক্রোমা প্ল্যাটফর্মে কম দামে পাওয়া যাচ্ছে। এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় ৬৯,৯৯৯ টাকা দাম থাকলেও, এখন এটি ৬,০০০ টাকা ফ্ল্যাট সহ ৬৩,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এই ছাড় আপনি অনলাইনে পেমেন্ট করার সময় পাবেন আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৫৯,৪৯৯ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট মিলছে। ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই অপশন সহও কেনা যাবে।
জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১২ তিনটি কালার অপশনে এসেছে – সিলকি ব্ল্যাক, ফ্লোয়ি এমারেল্ড ও গ্লেসিয়ার হোয়াইট। তিনটি কালার অপশনই অফার সহ বিক্রি হচ্ছে।
OnePlus 12 এর ফিচার ও স্পেসিফিকেশন
OnePlus 12 ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এড্রেনো ৭৫০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
এর সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি এলটিপিও প্রোএক্সডিআর ডিসপ্লে, যার রেজোলিউশন ৩১৬৮x১৪৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 ওয়াইড লেন্স, ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য OnePlus 12 মডেলে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট।