সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে OnePlus 13। এরপরই কম দামে পাওয়া যাচ্ছে এর পূর্বসূরি মডেল OnePlus 12। ফোনটি এখন ৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট ও লোভনীয় ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আর এই অফার পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজনে। জানিয়ে রাখি OnePlus 12 একটি ফ্ল্যাগশিপ ফোন। এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
OnePlus 12 পুরো ৭,০০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে
ওয়ানপ্লাস ১২ এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ৬১,৯৯৯ টাকা। যেখানে এর আসল দাম ৬৪,৯৯৯ টাকা। আবার ফোনটি মোটা অঙ্কের ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।
আপনি সর্বোচ্চ ৪,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড অফারে ওয়ানপ্লাস ১২ কিনতে পারবেন। এরজন্য HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া এর সাথে এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
OnePlus 12 এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮২-ইঞ্চি ডিসপ্লে আছে। এর রেজোলিউশন ৩২৬৮x১৪৪০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস ১২ ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।