মিড-রেঞ্জ স্মার্টফোনের মধ্যে একটি দুর্দান্ত বিকল্প OnePlus 12R। সম্প্রতি জানুয়ারিতে OnePlus 13R লঞ্চ হয়েছে, যা গত বছরের OnePlus 12R এর উত্তরসূরী মডেল। যে কারণে আগের স্মার্টফোনটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এতে পাবেন ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, স্মুথ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট এবং ১০০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার।
ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনটি যখন লঞ্চ হয় তখন এর বেস মডেলের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৪২,৯৯৯ টাকা। যারা একটু বেশি স্টোরেজ চান অর্থাৎ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে নিতে আগ্রহী, তারাই সেরা অফার সহ এই মডেলটি কিনতে পারবেন। এই স্টোরেজ ভ্যারিয়েন্ট Amazon এ ২৩ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম কমে ৩২,৯৯৯ টাকায় নেমে এসেছে। উপরন্তু, আপনি ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ৩ হাজার টাকা ছাড় পেতে পারেন, যার ফলে দাম আরও কমে হবে ২৯,৯৯৯ টাকা।
অফার এখানেই শেষ নয়, এর সাথে রয়েছে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। উদাহরণস্বরূপ, যদি আপনি এক্সচেঞ্জের মাধ্যমে আপনার পুরানো ডিভাইসের পরিবর্তে ১২,০০০ টাকা পান, তাহলে আপনি মাত্র ১৮,০০০ টাকাতেই কিনতে পারবেন এই স্মার্টফোন। তবে মনে রাখবেন, এই এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস ১২আর ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫ কে AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, LTPO 4 প্রযুক্তি এবং HDR10+ সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট।
ফটোগ্রাফির জন্য এর পিছনে অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.